Panchayat Elections: রাজ্য সম্মেলন করে পঞ্চায়েত প্রস্তুতি শুরু তৃণমূলের, ব্লক সম্মেলন করে সংগঠনের শক্তি মাপতে চায় বিজেপি 

Last Updated:

হবে বুথ ভিত্তিক পঞ্চায়েত কমিটি। সেই কমিটির মাধ্যমেই  রাজ্যের প্রায় ৬০ হাজার আসনে প্রার্থী বাছাই, প্রচার, মনোনয়ন সহ ভোটের বাকি প্রস্তুতি চূড়ান্ত  করবে মন্ডল ও জেলা কমিটি। এটাই আপাতত, বিজেপির পঞ্চায়েত ভোট প্রস্তুতির রোড ম্যাপ। 

BJP has prepared blue print for the preparation of panchayat election
BJP has prepared blue print for the preparation of panchayat election
#কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করতে আগামী ৮ সেপ্টেম্বর, কলকাতার নেতাজী ইন্ডোরে রাজ্য সম্মলন করবে তৃণমূল। তৃণমূলের যখন কয়েক হাজার দলীয় প্রতিনিধি ও হাজার দুয়েক ব্লক সভাপতিকে নিয়ে ভোটের দামামা বাজাবে, তার আরও ৭ দিন পরে আনুষ্ঠানিক ভাবে মাঠে নামবে বিজেপি।
নবান্ন অভিযান নিয়ে ব্যস্ত বিজেপি। ১৩ সেপ্টেম্বর নবান্ন চলো কর্মসূচিকে সফল করাই এই মূহুর্তে বিজেপির একমাত্র লক্ষ্য। নবান্ন অভিযান শেষ করে ১৫ সেপ্টেম্বর থেকে পঞ্চায়েত নিয়ে জেলা জেলায় বৈঠক শুরু করবে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি পঞ্চায়েত নির্বাচন সাফল্যের সঙ্গেই করবে। তার জন্য বিজেপির নিজস্ব ব্লু প্রিন্ট আছে। তৃণমূলের ক্যালেন্ডার দেখে বিজেপি তার কর্মসূচি স্থির করবে না৷ "
advertisement
advertisement
তবে,- প্রকাশ্য যত আত্মবিশ্বাসী দেখাক না কেন, আসলে কিন্তু নেতা, কর্মীরা জানেন, পঞ্চায়েত নিয়ে কোন প্রস্তুতিই নেই দলের। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য, গত ২৬ শে জুন রাজ্যস্তরে কমিটি গড়ে জেলা, মন্ডল ( ব্লক) স্তর পর্যন্ত কমিটি গড়ার নির্দেশ দেওয়া হলেও, তা কার্যকর হয়নি। সে কারণেই মঙ্গলবার বৈঠকে দায়িত্ব বন্টনের পরেই সংশ্লিষ্ট পদাধিকারীদের ১৫ সেপ্টেম্বর থেকে জেলায় জেলায় গিয়ে বৈঠক করে পর্যায়ক্রমে জেলা, মন্ডল ও বুথ কমিটি তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে ব্লক স্তর পর্যন্ত এই কমিটি চূড়ান্ত করে, ২৫ শে নভেম্বরের মধ্যে ব্লক সম্মেলন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
তারপর হবে বুথ ভিত্তিক পঞ্চায়েত কমিটি। সেই কমিটির মাধ্যমেই  রাজ্যের প্রায় ৬০ হাজার আসনে প্রার্থী বাছাই, প্রচার, মনোনয়ন সহ ভোটের বাকি প্রস্তুতি চূড়ান্ত  করবে মন্ডল ও জেলা কমিটি। এটাই আপাতত, বিজেপির পঞ্চায়েত ভোট প্রস্তুতির রোড ম্যাপ।
মুখ্যমন্ত্রীর ইঙ্গিত অনুযায়ী ফেব্রুয়ারীতে ভোট হলে হাতে সময় থাকবে সাকুল্যে ২ মাসেরও কম। তার মধ্যে বড়দিন, নববর্ষের মত উৎসবের মরশুম রয়ছে।
advertisement
মঙ্গলবার বিজেপির রাজ্য দফতরে বৈঠক করে দলের ৫ টি সাংগঠনিক জোনের দায়িত্ব বন্টন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদেরও একাধীক সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। ১৮ সাংসদ ও প্রায় ৭০ জন বিধায়ককেই পঞ্চায়েত নির্বাচনে, তার নির্বাচনী এলাকায় প্রচার ও অন্যান্য কাজে যুক্ত রাখা হবে।
বর্তমান কমিটির এক সদস্যের মতে, ‘‘আমাদের প্রথম লক্ষ্য বুথ স্তর পর্যন্ত দ্রুত কমিটি করে সাফল্যের সঙ্গে ''ব্লক সম্মলন"  সম্পূর্ন করা। এটা করা গেলে পায়ের তলায় লড়াই করার মত কিছুটা জমি পাওয়া যাবে।’’
advertisement
ARUP DUTTA
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Elections: রাজ্য সম্মেলন করে পঞ্চায়েত প্রস্তুতি শুরু তৃণমূলের, ব্লক সম্মেলন করে সংগঠনের শক্তি মাপতে চায় বিজেপি 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement