KL Rahul and Athiya Shetty: পাঁচ তারায় নয়! হবু শ্বশুর কোটি কোটি টাকার বাংলোতে হবে রাহুল ও আথিয়ার বিয়ে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেখে নিন কেএল রাহুলের হবু শ্বশুর সুনীল শেট্টির খান্ডালার কয়েক কোটি টাকার প্রপার্টি ঠিক কত সুন্দর৷
#মুম্বই:কেএল রাহুলের সঙ্গে আথিয়া শেট্টির বিয়ে! ফের একবার ক্রিকেটার ও বলিউড বিয়ে৷ সব মিলিয়ে আবহাওয়া সরগরম৷ তাদের বিয়ে কবে -কোথায় এসব নিয়ে গসিপ চলতেই থাকছে৷ কারণ এই বিষয়ে এখনও কোনও পক্ষের থেকে সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি৷ এদিকে একটি সাম্প্রতিক খবর অনুযায়ী কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ের দিন নাকি এসে গেল বলে৷ রিপোর্টে এও বলা হয়েছে বিয়ের জন্য বিয়ের আসরও বেছে নেওয়া হয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement