KL Rahul and Athiya Shetty: পাঁচ তারায় নয়! হবু শ্বশুর কোটি কোটি টাকার বাংলোতে হবে রাহুল ও আথিয়ার বিয়ে

Last Updated:
দেখে নিন কেএল রাহুলের হবু শ্বশুর সুনীল শেট্টির খান্ডালার কয়েক কোটি টাকার প্রপার্টি ঠিক কত সুন্দর৷
1/5
#মুম্বই:কেএল রাহুলের সঙ্গে আথিয়া শেট্টির বিয়ে! ফের একবার ক্রিকেটার ও বলিউড বিয়ে৷ সব মিলিয়ে আবহাওয়া সরগরম৷ তাদের বিয়ে কবে -কোথায় এসব নিয়ে গসিপ চলতেই থাকছে৷ কারণ এই বিষয়ে এখনও কোনও পক্ষের থেকে সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি৷ এদিকে একটি সাম্প্রতিক খবর অনুযায়ী কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ের দিন নাকি এসে গেল বলে৷ রিপোর্টে এও বলা হয়েছে বিয়ের জন্য বিয়ের আসরও বেছে নেওয়া হয়েছে৷
#মুম্বই:কেএল রাহুলের সঙ্গে আথিয়া শেট্টির বিয়ে! ফের একবার ক্রিকেটার ও বলিউড বিয়ে৷ সব মিলিয়ে আবহাওয়া সরগরম৷ তাদের বিয়ে কবে -কোথায় এসব নিয়ে গসিপ চলতেই থাকছে৷ কারণ এই বিষয়ে এখনও কোনও পক্ষের থেকে সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি৷ এদিকে একটি সাম্প্রতিক খবর অনুযায়ী কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ের দিন নাকি এসে গেল বলে৷ রিপোর্টে এও বলা হয়েছে বিয়ের জন্য বিয়ের আসরও বেছে নেওয়া হয়েছে৷
advertisement
2/5
পিঙ্কভিলায় প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী আথিয়া শেট্টি এবং কেএল রাহুলের বিয়ে খুব তাড়াতাড়ি৷ রিপোর্টে এও দাবি করা হয়েছে মুম্বইয়ের কোনও বিলাসবহুল হোটেলের বদলে খান্ডালায় সুনীল শেট্টির বাংলোতেই বসবে বিয়ের আসর৷
পিঙ্কভিলায় প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী আথিয়া শেট্টি এবং কেএল রাহুলের বিয়ে খুব তাড়াতাড়ি৷ রিপোর্টে এও দাবি করা হয়েছে মুম্বইয়ের কোনও বিলাসবহুল হোটেলের বদলে খান্ডালায় সুনীল শেট্টির বাংলোতেই বসবে বিয়ের আসর৷
advertisement
3/5
সুনীল শেট্টির বাংলো ‘জাহান’ কোটি কোটি টাকার প্রপার্টি৷ আর সেটাকেই বিয়ের ভ্যেনু হিসেবে সিলমোহর দেওয়া হয়েছে৷
সুনীল শেট্টির বাংলো ‘জাহান’ কোটি কোটি টাকার প্রপার্টি৷ আর সেটাকেই বিয়ের ভ্যেনু হিসেবে সিলমোহর দেওয়া হয়েছে৷
advertisement
4/5
কেএল রাহুল ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ৷ ভারতীয় দলের সঙ্গে কর্মব্যস্ত ক্রীড়াসূচি তাঁর৷ এরই মধ্যে একজন বিখ্যাত ওয়েডিং প্ল্যানার সুনীল শেট্টির বাংলো ঘুরে দেখেছেন৷
কেএল রাহুল ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ৷ ভারতীয় দলের সঙ্গে কর্মব্যস্ত ক্রীড়াসূচি তাঁর৷ এরই মধ্যে একজন বিখ্যাত ওয়েডিং প্ল্যানার সুনীল শেট্টির বাংলো ঘুরে দেখেছেন৷
advertisement
5/5
এদিকে এর আগেও কেএল রাহুল এবং আথিয়া শেট্টির বিয়ে নিয়ে যখন গসিপ চরমে পৌঁছেছিল তখন আথিয়া শেট্টির বাবা সুনীল শেট্টি বিবৃতি দিয়েছিলেন বিয়ে নিয়ে সব সিদ্ধান্তই তাঁর মেয়ে ও হবু জামাই নেবেন৷
এদিকে এর আগেও কেএল রাহুল এবং আথিয়া শেট্টির বিয়ে নিয়ে যখন গসিপ চরমে পৌঁছেছিল তখন আথিয়া শেট্টির বাবা সুনীল শেট্টি বিবৃতি দিয়েছিলেন বিয়ে নিয়ে সব সিদ্ধান্তই তাঁর মেয়ে ও হবু জামাই নেবেন৷
advertisement
advertisement
advertisement