West Medinipur News: মেদিনীপুরের এই স্কুলে পড়েছেন বহু বিপ্লবী, দেশের জন্য বরণ করেছেন মৃত্যুকে
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Indian independence movement: এক সময় এই বিদ্যালয়ই ছিল বিপ্লবের আঁতুড়ঘর, দেশের জন্য মৃত্যুকেও বরণ করে নিয়েছেন অনেক স্বাধীনতা সংগ্রামী।
মেদিনীপুর: মেদিনীপুরের পরতে পরতে লেগে রয়েছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। যে আন্দোলনে ব্রিটিশদের অপশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য অংশ নিয়েছিলেন তরুণ-তরুণীরা। স্কুলজীবন থেকেই তাঁরা যোগ দিয়েছিলেন স্বদেশী আন্দোলনে। কেউ কেউ আবার প্রাণও বলিদান দিয়েছেন দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে। মেদিনীপুর শহরে অবস্থিত এই ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন বহু বিপ্লবী।
সামনেই ভারতের স্বাধীনতা দিবস। দেশবাসী আনন্দের সঙ্গে উৎযাপন করবেন এই বিশেষ দিনটিকে। এই বিশেষ দিনটির জন্য অবদান রয়েছে এই বিশেষ স্কুলটির। অবিভক্ত মেদিনীপুরের মাটিতেই জন্মেছিলেন ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, হেমচন্দ্র কানুনগো, অনাথবন্ধু পাঁজা থেকে অনেকেই। তখন ব্রিটিশ শাসন। ১৮৮৩ সালে মেদিনীপুর শহরে প্রতিষ্ঠিত হয় মেদিনীপুর টাউন স্কুল।
advertisement
advertisement
ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রত্যক্ষ ভাবে অংশ নিয়েছিলেন হেমচন্দ্র কানুনগো, অনাথবন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্ত, রামকৃষ্ণ রায়, ব্রজকিশোর চক্রবর্তী প্রমুখ এই বিদ্যালয়ে বিশিষ্ট প্রাক্তন ছাত্র ছিলেন। এরা প্রত্যেকেই ছিলেন ভারতবর্ষের চরমপন্থী স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ।
স্বাভাবিকভাবে, পশ্চিম মেদিনীপুর জেলা সদর, মেদিনীপুর শহরে অবস্থিত এই টাউন স্কুলের প্রতিটি ইটে লেখা রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ভূমিকা। এই স্কুলের ছাত্ররাই মেদিনীপুরে আসা তিনজন ব্রিটিশ জেলাশাসককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। স্মৃতি বিজড়িত এই বিদ্যালয় আজও স্মরণ করে তাঁদের এই স্বাধীনতা সংগ্রামে প্রাণ দেওয়া ছাত্রদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2024 4:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: মেদিনীপুরের এই স্কুলে পড়েছেন বহু বিপ্লবী, দেশের জন্য বরণ করেছেন মৃত্যুকে