Free Oxygen Service: ঘরে ঘরে পৌঁছবে 'নিঃশ্বাস'! পুরুলিয়া জেলা যুব তৃণমূলের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা, চালু হেল্পলাইন নম্বর

Last Updated:

Free Oxygen Service: রাত বিরেতে অক্সিজেনের প্রয়োজন হলে আর কোন চিন্তা নেই। এক ফোনেই সমস্যার সমাধান। বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু হল পুরুলিয়ায়।

+
বিনামূল্যে

বিনামূল্যে অক্সিজেন পরিষেবা

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: স্বাস্থ্য ক্ষেত্রে অনেকটাই এগিয়ে এসেছে জঙ্গলমহল পুরুলিয়া। ‌জেলায় রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল। দূর-দূরান্ত থেকে রোগীরা চিকিৎসা করাতে আসেন এখানে। এমনকি ভিন রাজ্যেরও বহু মানুষের ভরসা পুরুলিয়া। তবে বহু ক্ষেত্রেই দেখা যায় গ্রামাঞ্চল থেকে আসা রোগীরা অক্সিজেন কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। চড়া দামে অক্সিজেন কিনতে হয় অনেক সময়েই। তাই তাদের কথা চিন্তা করে এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলা যুব তৃণমূল নেতৃত্ব।
যুব তৃণমূল ‘নিঃশ্বাস’ নামক একটি পরিষেবা চালু করল। যেখানে জেলাজুড়ে মিলছে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা। আপাতত ১০টি ইউনিট নিয়ে তাদের পথ চলা শুরু হয়েছে। খুলে দেওয়া হয়েছে দু’টি হেল্পলাইন নম্বর। এই হেল্পলাইন নম্বরে একটি ফোন কলেই মিলবে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা। নম্বরটি হল – ৮০১৬৫২৪৭৭৩ এবং ৭৯০৮৫৫২৫০২। গরিব ও অসহায় মানুষরা যাতে অক্সিজেন জোগাড় করতে গিয়ে কোনও সমস্যার মধ্যে না পড়েন সেই কারণেই এই উদ্যোগ।
advertisement
আরও পড়ুনঃ ইতালি থেকে মেশিন এসে পড়ে রয়েছে, হয়নি প্রশিক্ষণ! এই মরশুমেও চালু হল না জয়নগরের মোয়া হাব, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
এ বিষয়ে জেলা যুব তৃণমূল সভাপতি গৌরব সিং বলেন, “মানুষের পাশে থাকার জন্য আমরা বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু করেছি জেলাজুড়ে।”
advertisement
তিনি আরও বলেন, “বহু ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় রাতের দিকে পুরুলিয়ায় মানুষের অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু অতিরিক্ত দামে অনেকেই অক্সিজেন কিনতে পারেন না। আবার অনেকেই জানেনও না কোথায় গেলে অক্সিজেন পাওয়া যাবে। তাই তাদের কথা চিন্তা করে দুটো টোল ফ্রি নম্বর আমরা চালু করেছি। সেখানে ফোন করলে অনায়াসেই অক্সিজেন পাওয়া যাবে। আপাতত পুরুলিয়া শহরে তাদের জেলা তৃণমূল কার্যালয়ে এই অক্সিজেন সিলিন্ডার থাকছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরবর্তীতে জেলার বিভিন্ন প্রান্তে এই অক্সিজেন সিলিন্ডার রাখার পরিকল্পনা রয়েছে। অক্সিজেনের ঘাটতি মেটাতেই জেলা যুব তৃণমূল এই উদ্যোগ নিয়েছে। এর ফলে বহু মানুষ উপকৃত হবেন। বিশেষ করে যারা দুস্থ ও অসহায় তাদের জন্য অনেকটাই সুবিধা হল এই বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু করায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Free Oxygen Service: ঘরে ঘরে পৌঁছবে 'নিঃশ্বাস'! পুরুলিয়া জেলা যুব তৃণমূলের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা, চালু হেল্পলাইন নম্বর
Next Article
advertisement
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা
  • অসঙ্গতি নিয়ে বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • জেলার বিএলএ ও গুরুত্বপূর্ণ কর্মীদের ডাকা হয়েছে সভায়

  • বৈধ নাম বাদ পড়া নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে নির্দেশ

VIEW MORE
advertisement
advertisement