Lightning Death: বজ্রপাতে একের পর এক চাষির মৃত্যু, সকলেই মাঠে কাজ করছিলেন

Last Updated:

Lightning Death: চাষের জমিতেই এখন ধান গাছের চারা রোপণের কাজ চলছে। আর তা করতে গিয়েই বজ্রাঘাতে একের পর এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পশ্চিম মেদিনীপুর: ফের বাজ পড়ে রাজ্যে একাধিকজনের মৃত্যু। বুধবার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লক মিলিয়ে বজ্রঘাতে মৃত্যু হল চারজনের। প্রত্যেকেই চাষের কাজ করার জন্য জমিতে গিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না। বর্ষাকাল শুরু হতেই বজ্রঘাতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে বাংলায়। এদিনের ঘটনায় আতঙ্ক আরও বাড়ল সাধারণ মানুষের।
এই সময় চাষিদের ব্যস্ততা থাকে তুঙ্গে। বেশিরভাগ চাষের জমিতেই এখন ধান গাছের চারা রোপণের কাজ চলছে। আর তা করতে গিয়েই বজ্রাঘাতে একের পর এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটছে। এদিন পশ্চিম মেদিনীপুরের বেলদা ও নারায়ণগড় এই দুই ব্লকের ভিন্ন ভিন্ন জায়গায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে চারজনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
advertisement
advertisement
মৌসুমী বায়ুর প্রভাব এবং নিম্নচাপের কারণে জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। বুধবার দুপুর গড়াতে জেলার বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়। সঙ্গে মুহুর্মুহু বাজ পড়ছিল। সেই সময় মাঠে চাষের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় বেলদা থানার রসুলপুরের সমীর হাঁসদা (৫১) ও শকুন্তলা মান্ডির (২৪)। অপরদিকে নারায়ণগড় থানার যমুনা এলাকার বাসিন্দা চন্দ্রমোহন শিট (৬৬) ও কেশিয়াড়ি থানার শহরিয়া এলাকার পরেশ মালিকের’ও (৬৬) মৃত্যু হয়েছে।
advertisement
জানা গিয়েছে, রসুলপুরে কয়েকজন মাঠে কাজ করছিলেন। হঠাৎই বাজ পড়লে সকলেই কম-বেশি আহত হন। তাঁদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই দুজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। অপরদিকে কেশিয়াড়ির শহরিয়া এলাকায় মাঠে করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় একজনের। বৃষ্টি মাথায় নিয়ে মাঠে তিনজন কাজ করছিলেন। সেই সময়ই বাজ পড়ে আহত হন দুজন। কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নারায়ণগড়ের ঘটনায় এক বৃদ্ধ মাঠে কাজ করার সময় বজ্রাহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lightning Death: বজ্রপাতে একের পর এক চাষির মৃত্যু, সকলেই মাঠে কাজ করছিলেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement