Jute Farmer: ভরা শ্রাবণেও নেই অঝোর ধারা, বৃষ্টির অভাবে পাট চাষিদের মাথায় হাত

Last Updated:

Jute Farmer: বাংলায় পাট চাষে অন্যতম উৎপাদনশীল জেলা উত্তর ২৪ পরগনা। এখানে এবার পাটের ভাল ফলন হলেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে

+
চাষে

চাষে ব্যস্ত কৃষক

উত্তর ২৪ পরগনা: বর্ষা অনেক আগে ঢুকলেও এখনও দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টির দেখা নেই। এদিকে শ্রাবণ মাস চলছে। এই পরিস্থিতিতে জলাশয়গুলিতে পর্যাপ্ত জলের অভাবে পাট পচাতে সমস্যায় পড়েছেন চাষিরা।
বাংলায় পাট চাষে অন্যতম উৎপাদনশীল জেলা উত্তর ২৪ পরগনা। এখানে এবার পাটের ভাল ফলন হলেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। এলাকার পুকুর, খালবিল, নদীনালা থেকে ছোট-বড় জলাশয়ে পাট জাঁক দেওয়া বা পচানোর জন্য পর্যাপ্ত জল না থাকায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ গভীর হচ্ছে।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ১০ টি ব্লকের কয়েক হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়। পাট কাটার পরে সেই পাটকে জলে পচিয়ে তার থেকে পাট-কাঠি ও পাট তন্তু আলাদা করতে দরকার হয় প্রচুর পরিমাণে জলের। জলাশয়ের মধ্যে পাটকে ফেলে রেখে পচানো হয়। কিন্তু এবার বর্ষাকালেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট পচানো ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে মোটা টাকা দিয়ে জল কিনে সেচের মাধ্যমে কাজ সারছেন কৃষকরা। এতে খরচ অনেক বেড়ে গিয়েছে। বহু চাষি ঋণ করে পাট চাষ করেছিলেন। সব মিলিয়ে বৃষ্টির অভাবে পাট চাষিদের বেহাল অবস্থা।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jute Farmer: ভরা শ্রাবণেও নেই অঝোর ধারা, বৃষ্টির অভাবে পাট চাষিদের মাথায় হাত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement