Jhargram News: আলু খেতে গিয়ে কেলেঙ্কারি, মারাত্মক ভুল হাতির ছানার! তারপরের ঘটনা শুনলে বনকর্মীদের কুর্নিশ জানাবেন

Last Updated:

রাতের অন্ধকারে মায়ের সঙ্গে আলু খেতে গিয়ে কেলেঙ্কারি ঘটাল হাস্তি শাবক

+
হস্তি

হস্তি শাবককে উদ্ধার করছে বন দফতর 

ঝাড়গ্রাম: রাতের অন্ধকারে মায়ের সঙ্গে আলু খেতে গিয়ে মাটির পাত কুয়োতে পড়ে গেছিল হস্তি শাবক। সন্তানকে তুলতে না পেরে মায়ের আর্তনাদ চিৎকারে রাতেই জেসিপি নিয়ে আলু জমিতে পৌঁছায় বন দফতরের কর্মীরা। সুস্থ ভাবে মাটির পাতকুয়া থেকে হস্তি শাবককে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় মা হাতির কাছে।
মঙ্গলবার রাতে মেদিনীপুর বন বিভাগের লালগড় রেঞ্জের ভাউদি বিটের পিড়রাকুলি গ্রামের ঘটনা। জানা গিয়েছে, দীর্ঘ পাঁচ দিন ধরে ৭০ থেকে ৭৫ টি হাতির একটি দল পিড়রাকুলি গ্রাম সংলগ্ন আজনাশুলি, চালপুড়ার জঙ্গলে রয়েছে। রাত হলেই খাবারের সন্ধানে জয়পুর, মালধা, পিড়াকাটা, মাহাতোপুর, পাথরনালা, অভয়া ,বালিবাঁধ সহ বিভিন্ন এলাকার আলুর জমিতে হানা দিচ্ছে হাতির দলটি। আলু খাওয়ার পাশাপাশি তছনছ করে দিচ্ছে আলু ক্ষেতের জমি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মঙ্গলবার আনুমানিক রাত ১১ টার সময় জঙ্গল থেকে বেরিয়ে পিড়রাকুলি গ্রাম সংলগ্ন আলুর জমিতে আলু খাওয়ার জন্য হানা দেয় হাতির দলটি। সেই সময় দলে থাকা একটি হস্তি শাবক আলুর জমির মধ্যে থাকা মাটির পাত কুয়াতে পড়ে যায়। মা হাতি দীর্ঘ চেষ্টা চালায় সন্তানকে উদ্ধারের জন্য। ব্যর্থ হলে প্রবল চিৎকার করতে থাকে। সেই চিৎকার শুনে বন দফতরকে বিষয়টি জানায় গ্রামবাসীরা। তারপরে এক ঘন্টার মধ্যেই জেসিপি নিয়ে ঘটনাস্থলে হাজির হয় তারা। মাটির পাতকুয়াকে কেটে রাস্তা তৈরি করে হস্তি শাবককে সুস্থ ভাবে উদ্ধার করে বনকর্মীরা। পাতকুয়া থেকে বেরিয়ে মা হাতির সঙ্গে ফের জঙ্গলে ফিরে যায় হস্তি শাবক।
advertisement
এলাকার বাসিন্দা হরশংকর মাহাতো বলেন, “প্রায় পাঁচ দিন ধরে এখানে ৭০ থেকে ৭৫টি হাতির একটি দল রয়েছে। রাত হলেই আলু জমিতে নেমে পড়ছে। আলু খাওয়ার পাশাপাশি তছনছ করে দিচ্ছে পুরো জমি। এই দলে এমন কয়েকটি হাতি রয়েছে যেগুলি গাড়ির আলো দেখলেই মারমুখী হয়ে তেড়ে আসছে। গতকাল রাতে জমিতে আলু খেতে এসে মাটির পাতকুয়োতে পড়ে যায় একটি হস্তি শাবক। বন দফতর জিসিপি দিয়ে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়”।
advertisement
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: আলু খেতে গিয়ে কেলেঙ্কারি, মারাত্মক ভুল হাতির ছানার! তারপরের ঘটনা শুনলে বনকর্মীদের কুর্নিশ জানাবেন
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement