Foreigner Girl On Cycle: জানতে চান ভারতের সংস্কৃতি, পড়াশুনো শেষ করে সাইকেলে কেরল থেকে কলকাতা, তাই ইতালির সুন্দরী রাস্তায় রাস্তায়

Last Updated:

Foreigner Girl On Cycle: ইতালির তরুণী ভারত দর্শন! সাইকেলে কলকাতা থেকে কেরালা ভ্রমণ এমার

+
কলকাতা

কলকাতা থেকে কেরালা সাইকেল যাত্রায় ইতালির তরুণী

হাওড়া: সুদূর ইতালির রোম থেকে এসে কলকাতা থেকে কেরল সাইকেল যাত্রা করবেন এমা। তার আগে কয়েকটা দিন হাওড়ায় সময় কাটালেন এমা। হাওড়া শহরের কিছু অংশ ঘুরে দেখলেন তিনি। ভারত একটি বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ৷ পোশাক, উৎসব, ভাষা, ধর্ম, সঙ্গীত, নৃত্য, স্থাপত্য, খাদ্য এবং
শিল্প – এই সবই ভারতীয় সংস্কৃতির অংশ৷ সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বিভিন্ন বিদেশি সভ্যতা ভারতীয় সংস্কৃতিকে তার ইতিহাস জুড়ে প্রভাবিত করেছে। আর সেটাই পশ্চিম ইউরোপের প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র ইতালির এমাকে আকর্ষণ করেছে।
তাই তাঁর দেশ ইতালি থেকে স্নাতকোত্তর করার পর আর সময় নষ্ট না করে ভিসা নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছে এমা। বর্তমানে পশ্চিমবঙ্গের হাওড়ায় কটা দিন সময় কাটালেন এমা। সেই সময় বাংলার এভারেস্ট জয় তথা পর্বত আরোহী মলয় মুখোপাধ্যায়ের বাড়িতে হাওড়ায় হাজির হন এমা |
advertisement
advertisement
ভারতে প্রচুর সংখ্যক ধর্মীয় গোষ্ঠীর বসবাসের কারণে, ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি বৈচিত্র্যময় এবং প্রাণবন্ত। ভারতের সংস্কৃতির টানে আসা এমা’ র। কলকাতা থেকে কেরলে যাবার সাইকেল যাত্রা শুরু করে এমা। প্রতিদিন আনুমানিক ৮০-১০০ কিমি যাত্রা করে কেরালা পৌঁছানোর ইচ্ছা রয়েছে এমার | এই যাত্রায় সাইকেল কে বেছে নেওয়ার কারণ, সাইকেলে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বিষয়ে জানতেও সক্ষম হবে এমা |
advertisement
তবে হাতে বেশি সময় নেই, এই মার্চ এর মধ্যেই ভারত ভ্রমণের ইচ্ছা রয়েছে তাঁর। তার আগেই যতটা সম্ভব ভারতের বিভিন্ন প্রান্ত সাইকেলে চড়ে ঘুরে দেখতে চায় ইতালীয় তরুণী এমা।
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Foreigner Girl On Cycle: জানতে চান ভারতের সংস্কৃতি, পড়াশুনো শেষ করে সাইকেলে কেরল থেকে কলকাতা, তাই ইতালির সুন্দরী রাস্তায় রাস্তায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement