Narendra Modi and Donald Trump: চক্ষুলজ্জার মাথা খেয়ে এত্ত বড় মিথ্যে কথা বললেন ট্রাম্প, ভারতকে এভাবে ছোট দেখালেন কী করে, চারদিকে ছিঃ ছিঃ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
India US Trade: নরেন্দ্র মোদিকে পাশে দাঁড় করিয়ে ভারতকে মিথ্যা অপবাদ, ছিঃ ছিঃ করছে মার্কিন মিডিয়াও
: 'ঝুঠ বোলে কউয়া কাটে' বহুল প্রচলিত একটি হিন্দি প্রবাদবাক্য৷ যার অর্থ হল মিথ্যে কথা বললে কাক কামড়ে দেয়৷ ওয়াকিবহাল মহল বলছে এবার এই প্রবাদের প্রকোপে পড়বেন ডোনাল্ড ট্রাম্প৷ কারণ তিনি একটি বড় মিথ্যা কথা বলেছেন৷ দুই দিনের মার্কিন সফর থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন যুক্তরাষ্ট্রে সফরকালে তিনি একাধিক হাইপ্রোফাইল ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করছেন। তবে সব কিছুর উর্ধ্বে যে বৈঠকে সবার নজর ছিল তা হল নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। সকলেই আশা করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিতভাবেই কর নিয়ে কথা বলবেন৷
advertisement
advertisement
ট্রাম্প বলেছিলেন যে ভারত অত্যন্ত উচ্চ শুল্ক আরোপ করে যা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ভারতীয় বাজারে জায়গা তৈরি করা কঠিন করে তুলছে। তিনি বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ট্রাম্পের দেওয়া এই পরিসংখ্যান সম্পূর্ণ ভুল ছিল। এই পরিসংখ্যানটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সংবাদমাধ্যম সিএনএন ভুল বলে জানিয়েছে৷ Photo- AP
advertisement
বাণিজ্য ঘাটতি কি?ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি জানার আগে জেনে নেওয়া যাক এটা কী। সহজ কথায়, একটি দেশ অন্য দেশ থেকে কত পণ্য আমদানি করে এবং সেখানে কতটা পাঠায় তার মধ্যে পার্থক্যকে বাণিজ্য ঘাটতি বা বাণিজ্য উদ্বৃত্ত বলে। ধরা যাক দেশ A দেশ B থেকে ১০০ টাকা মূল্যের পণ্য ক্রয় করে কিন্তু দেশ B এর কাছে মাত্র ৫০ টাকা মূল্যের পণ্য বিক্রি করতে সক্ষম হয়, তাহলে এই ক্ষেত্রে A দেশটির ৫০ টাকার বাণিজ্য ঘাটতি হচ্ছে। যদি এই পরিস্থিতি বিপরীত হয় তাহলে দেশ A এর ৫০ টাকা বাণিজ্য উদ্বৃত্ত থাকবে।
advertisement
ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য পরিস্থিতিডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ভারতের সাথে বাণিজ্যে আমেরিকার প্রায় ১০০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। একই সময়ে, সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পার্থক্য ছিল মাত্র ৪৫.৬বিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৮ লক্ষ কোটি টাকা হবে। যেখানে ট্রাম্প দাবি করেছেন, এই ক্ষতি ৮.৩ লক্ষ কোটি টাকা। ভারত থেকে মার্কিন আমদানি ছিল তার মোট আমদানির মাত্র ২.৭ শতাংশ। Photo - AP
advertisement
কী গেল- কী এল?সিএনএন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত থেকে আমদানি করা পণ্যের সর্বশেষ তথ্য 2023 সালের জন্য। এই অনুসারে, ভারত থেকে ১২.৬ বিলিয়ন ডলার মূল্যের মুক্তা এবং মূল্যবান পাথর মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছে। এছাড়া ১২.০৮ বিলিয়ন ডলারের বৈদ্যুতিক যন্ত্রপাতি, ১০.৯৭ বিলিয়ন ডলারের ওষুধ পণ্য, ৬.৬ বিলিয়ন ডলারের পারমাণবিক চুল্লি ও যন্ত্রপাতি এবং ৫.১৪ বিলিয়ন ডলারের খনিজ জ্বালানি ও তেল আমদানি করা হয়েছে।
advertisement