South 24 Parganas News: সরকারি বরাদ্দের পরও শিক্ষকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়! জেলা জুড়ে চাঞ্চল্য
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
Last Updated:
সরকারি বরাদ্দের পরও শিক্ষকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা জেলায়। জেলা প্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে এমন অভিযোগ উঠেছে।
দক্ষিণ ২৪ পরগনা: সরকারি বরাদ্দের পরও শিক্ষকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা জেলায়। জেলা প্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে এমন অভিযোগ উঠেছে।
একাধিক স্কুল, শিক্ষক এবং শিক্ষিকাদের কাছ থেকে জোর করে চাঁদা নেওয়ার অভিযোগ এসেছে। আর যা নিয়ে সরগরম দক্ষিণ ২৪ পরগনা জেলা।
advertisement
শিক্ষক এবং শিক্ষিকাদের থেকে জোর করে চাঁদা নেওয়ার অভিযোগে সরব হয়েছেন শাসকদল তৃণমূলের শিক্ষা সেলের শিক্ষক সংগঠনের নেতৃত্বরাও। অভিযোগের আঙুল উঠেছে জেলার অবর বিদ্যালয় পরিদর্শকদের বিরুদ্ধে। অবর বিদ্যালয় পরিদর্শকদের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে শিক্ষক শিক্ষিকারা। তৃণমূলের শিক্ষা সেলের অভিযোগ, অবর বিদ্যালয় পরিদর্শকরা চাঁদা তুলছে। এর নেপথ্যে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানেরও ইন্ধন রয়েছে বলে অভিযোগ করছেন শিক্ষক এবং শিক্ষিকাদের একাংশ।
advertisement
আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি জেলাস্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যা অনুষ্ঠিত হবে সোনারপুরে। জেলা ক্রীড়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তার পরেও বিভিন্ন স্কুল এবং শিক্ষক-শিক্ষিকাদের থেকে কিভাবে চাঁদা নেওয়া হচ্ছে তা নিয়ে সরব শিক্ষক-শিক্ষিকারা।শুধু তাই নয়, জোর করে চাঁদা আদায় করা হলেও, তার কোনও রসিদ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করছেন শিক্ষক-শিক্ষিকারা। এর পাশাপাশি, স্কুলের বার্ষিক খরচের কম্পোজিট গ্র্যান্ড থেকে চাঁদা চাওয়ার অভিযোগও সামনে আসছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আর যা নিয়ে দক্ষিণ ২৪ পরগনা এই মুহূর্তে সরগরম হয়ে রয়েছে।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2024 6:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সরকারি বরাদ্দের পরও শিক্ষকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়! জেলা জুড়ে চাঞ্চল্য