South 24 Parganas News: নলগোড়াতে ব্রিজে উঠার রাস্তাই অসুবিধায় ফেলছে সকলকে
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Published by:sipra roy
Last Updated:
আজব সমস্যায় জর্জরিত নলগোড়ার মানুষজষন। ব্রিজ থাকলেও ব্রিজে ওঠার রাস্তা যে এমন অসুবিধায় ফেলবে সকলকে তা আগে ভাবতে পারেন নি কেউই।
দক্ষিণ ২৪ পরগনা: আজব সমস্যায় জর্জরিত নলগোড়ার মানুষজন। ব্রিজ থাকলেও ব্রিজে ওঠার রাস্তা যে এমন অসুবিধায় ফেলবে সকলকে তা আগে ভাবতে পারেন নি কেউই।ব্রিজ তৈরি হয়ে যাওয়ার পর আ্যপ্রোচ রোড তৈরি না হওয়ায় স্থানীয় বাসিন্দারা মাটি ফেলে তৈরি করেছিলেন অস্থায়ী আ্যপ্রোচ রোড। বর্তমানে গ্রামবাসীদের তৈরি করা আ্যপ্রোচ রোডই এখন স্থানীয় বাসিন্দাদের কাছে ভয়ের কারণ। আ্যপ্রোচ রোডটি মাটির, একটু বৃষ্টি হলেই বৃষ্টির জল সেখানে পড়ে কাদা হয়ে যায় সেখানে সম্ভবনা। ফলে বাড়ে দুর্ঘটনার সম্ভবনা। তার উপর আ্যপ্রোচ রোড এতটাই খাড়াই, যে গাড়ি নিয়ে ওঠানামাও করা যায়না। এমন অবস্থা জয়নগর ২ নং ব্লকের নলগড়ো ও রায়দিঘির ২৩ নং লাটের বাড়িভাঙা গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা মণি নদীর সেতুর উপর। একসময় দুই গ্রামের বাসিন্দারা নৌকায় করে যাতায়াত করতেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে ২০১৫ সালে মণি নদীর উপর আধ কিলোমিটার ব্রিজের অনুমোদন মেলে।
আরও পড়ুন: অন্ধকার ঘুচে আলোয় ফিরবে ঘোড়ামারা
প্রায় ২ বছর পর সেই ব্রিজ তৈরির কাজ শেষ হয়। সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই ব্রিজ তৈরি করতে সেসময় খরচ হয়েছিল প্রায় ২৫ কোটি টাকা। নতুন ব্রিজ তৈরি হওয়ায় আশায় বুক বাঁধতে থাকে স্থানীয় বাসিন্দারা। এর মধ্যেই ব্রিজের নলগোড়া প্রান্তে আ্যপ্রোচ রোড তৈরির কাজ শেষ হয়।
advertisement
advertisement
কিন্তু বাড়িভাঙা প্রান্তে জমিজটে আটকে যায় আ্যপ্রোচ রোড তৈরির কাজ। ততদিনে ব্রিজ হয়ে যাওয়ায় নৌকার সংখ্যার কমেছিল নদীতে।
ফলে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে চাঁদা তোলার পর মাটি ফেলে বাড়িভাঙা প্রান্তে আ্যপ্রোচ রোড তৈরি করেন।কিন্তু সেই আ্যপ্রোচ রোড পরিকল্পনামাফিক না হওয়ায় সেটি খাড়াই থেকে যায়। ফলে প্রতিনিয়ত সেখানে দুর্ঘটনা ঘটছে। নলগোড়াতে নবনির্মিত সেতুর আ্যপ্রোচ রোড এভাবে যে বিপদ ডেকে আনবে তা ভাবতে পারেননি কেউই। সম্প্রতি জমিজটের সমস্যা মিটেছে বলে খবর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সেজন্য স্থানীয়রা সরকারি উদ্যোগে দ্রুত এই সমস্যার সমাধান করার দাবি তুলেছেন। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2024 8:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নলগোড়াতে ব্রিজে উঠার রাস্তাই অসুবিধায় ফেলছে সকলকে









