Jhargram News: পর্যটনের ভরা মরশুমের মধ্যেই ঝাড়গ্রামে পায়ের ছাপ ঘিরে আতঙ্ক! ভয়ে কাঁপছে এলাকাবাসী
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
ঝাড়গ্রামের জিতুশোল এলাকার জিনকির জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ছাপ বাঘেরই। তবে বনদফতর এখনই রয়েল বেঙ্গল টাইগারের উপস্থিতি নিশ্চিত করছে না। বরং সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন।
ঝাড়গ্রাম: আবারও কি জঙ্গলমহলে বাঘ মামার আগমন? ঝাড়গ্রামের জিতুশোল এলাকার জিনকির জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ছাপ বাঘেরই। তবে বনদফতর এখনই রয়েল বেঙ্গল টাইগারের উপস্থিতি নিশ্চিত করছে না। বরং এটি অন্য কোনও বন্য জন্তুর পায়ের ছাপ হতে পারে। ইতিমধ্যেই পায়ের ছাপের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেছে বনদফতর। জঙ্গলের ঘনত্ব বাড়ায় এই ধরনের জন্তুর আগমন বাড়ছে বলে বনদফতর সূত্রে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বনের পাতা কুড়িয়েই জীবিকা নির্বাহ করেন ওই অঞ্চলের বাসিন্দারা। কিন্তু জঙ্গলে এই ধরনের প্রাণীর ছাপ পাওয়াতে গ্রামবাসীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ ফর্সা ত্বকের জন্য ইঞ্জেকশন নিতেন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি, খেতেন ওষুধ! ভারতে এই চিকিত্সার খরত কত?
অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বর্ষার ছোঁয়ায় আরও রঙিন হয়ে ওঠেছে। বর্ষার সৌন্দর্য উপভোগ করতে প্রচুর পর্যটকরা আসছেন বেলপাহাড়িতে। এই সময় বেলপাহাড়িতে অনুষ্ঠিত হয় পাহাড় পুজো। কথিত আছে পাহাড়ের পুজো করলে চাষাবাদ ভাল হয়। আর এরই মাঝে ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় বেশ কিছু পায়ের ছাপ দেখে এলাকাবাসীর একাংশের সন্দেহ, এটি সম্ভবত রয়েল বেঙ্গল টাইগারেরই পায়ের ছাপ। এই জল্পনাকে ঘিরে গোটা জঙ্গলমহল জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক।
advertisement
উল্লেখযোগ্যভাবে, এর আগেও ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে বেশ কয়েকটি রয়েল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলে ঢুকে পড়েছিল। সেই সময় ঝাড়গ্রাম, পুরুলিয়া হয়ে বাঁকুড়ায় ধরা পড়ে এক রয়েল বেঙ্গল টাইগার, যার নাম দেওয়া হয় ‘জিনাত’। একইভাবে ময়ূরভঞ্জ ফরেস্ট থেকে পালিয়ে যাওয়া অন্য এক বাঘ ‘যমুনা’ পরবর্তীতে পুরুলিয়ায় ধরা পড়ে। এই প্রেক্ষাপটে জিতুশোলে অজানা জন্তুর পায়ের ছাপ ফের নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।
advertisement
advertisement
এলাকার মানুষের অভিযোগ, বনদফতর এখনও পর্যন্ত অজানা জন্তুর স্পষ্ট পরিচয় জানায়নি এবং কোনওরকম সচেতনতা বার্তাও দেয়নি। ফলে আতঙ্কের পাশাপাশি স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ এবং নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন? আপাতত বনদফতর বলছে, তদন্তের পরেই সঠিক তথ্য জানান হবে। তবে জঙ্গলে নজরদারি বাড়ান হয়েছে এবং প্রয়োজনে বিশেষজ্ঞ দল আনার কথাও ভাবা হচ্ছে। ততদিন পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকারই পরামর্শ দিচ্ছেন বনকর্মীরা।
advertisement
তন্ময় নন্দী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 11:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: পর্যটনের ভরা মরশুমের মধ্যেই ঝাড়গ্রামে পায়ের ছাপ ঘিরে আতঙ্ক! ভয়ে কাঁপছে এলাকাবাসী