Shefali Jariwala’s death: ফর্সা ত্বকের জন্য ইঞ্জেকশন নিতেন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি, খেতেন ওষুধ! ভারতে এই চিকিত্সার খরত কত?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Shefali Jariwala’s death: শেফালি প্রায় আট বছর ধরে এই ওষুধগুলো নিচ্ছিলেন, তবে প্রাথমিক চিকিৎসা পরামর্শের পর থেকে আর কোনও চিকিৎসকের তদারকি ছিল না।
advertisement
advertisement
পুলিস সূত্র অনুযায়ী, শেফালি প্রায় আট বছর ধরে এই ওষুধগুলো নিচ্ছিলেন, তবে প্রাথমিক চিকিৎসা পরামর্শের পর থেকে আর কোনও চিকিৎসকের তদারকি ছিল না। তাঁর ঘরে বিভিন্ন জায়গায়- টেবিলের উপর, ড্রয়ারে, এমনকি ফ্রিজের ভিতরেও — প্রচুর পরিমাণে অ্যান্টি-এজিং ট্যাবটেল, মাল্টিভিটামিন এবং গ্লুটাথিয়নের ইনজেকশন পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
advertisement
গ্লুটাথিয়নের বাজারে আর্থিক মূল্য ২০২৫ সালে আনুমানিক ৩২৪.৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩২ সালের মধ্যে যা বৃদ্ধি পেয়ে ৫৮৫.৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে, এই ফর্সা হওয়ার খরচ কত? এনডিটিভির খবর অনুযায়ী, মেট্রো শহর থেকে শুরু করে অন্যান্য স্থানে, এই চিকিৎসা এবং থেরাপির খরচ অনেকটাই অবস্থানের উপর নির্ভর করে।
advertisement
advertisement