Tiger Attack: ভয়ে কাঁটা কুলতলি! ফের লোকালয়ের কাছেই মিলল বাঘের পায়ের ছাপ! তৎপর বনদফতর

Last Updated:

Tiger Attack: ফিরে গিয়েছে জিনাত, তবে আজও কাটেনি বাঘের ভয়! সাত সকালে বাঘের পায়ের ছাপ দেখাকে ঘিরে লোকালযয়ে আবারও আতঙ্কিত গ্রামবাসীরা। সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা মেলে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ-বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর গ্রামের শ্রীকান্ত পল্লী এলাকায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কুলতলিঃ ফিরে গিয়েছে জিনাত, তবে আজও কাটেনি বাঘের ভয়! সাত সকালে বাঘের পায়ের ছাপ দেখাকে ঘিরে লোকালযয়ে আবারও আতঙ্কিত গ্রামবাসীরা। সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা মেলে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ-বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর গ্রামের শ্রীকান্ত পল্লী এলাকায়।
এদিন মৎস্যজীবীরা যখন মাছ ধরতে যাচ্ছিলো তখন তাঁদের নজরে আসে যে গ্রামের দিকে থাকা নদী বাঁধ বরাবর বাঘের বেশ কয়েকটি পায়ের ছাপ রয়েছে। মুহূর্তের মধ্য লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষ।
advertisement
advertisement
ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় মৈপীঠ উপকূল থানার পুলিশ ও বনদফতরের নলগোড়া বিটের বনকর্মীরা।এছাড়া গ্রামবাসীদের নিয়ে সেখানে পৌঁছে যান স্থানীয় মৈপীঠ- বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শঙ্কর দাস।বাঘটির অবস্থান জানতে পায়ের ছাপ অনুসন্ধান করছে বনকর্মীরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger Attack: ভয়ে কাঁটা কুলতলি! ফের লোকালয়ের কাছেই মিলল বাঘের পায়ের ছাপ! তৎপর বনদফতর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement