HMPV Virus Symptoms and Precautions: HMPV-এর আতঙ্ক বাড়ছে! কী কী উপসর্গ থাকলেই সতর্ক হবেন? কী হলে টেষ্ট? কোভিড আর নয়া ভাইরাস কি এক? নির্দেশিকা জারি করল
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
HMPV (Human Metapneumovirus) Virus: সকলের মনেই বর্তমানে একটা প্রশ্ন কী করে বুঝবেন আপনিও HMPV-রোগে আক্রান্ত? জেনে নিন কী কী উপসর্গ থাকলে অবশ্যই পরীক্ষা করবেন বা ডাক্তারের কাছে যাবেন।
advertisement
সোমবার সকালে, ভারতে ধরা পড়ল প্রথম Human Metapneumovirus (HMPV) পজিটিভ রোগী৷ বেঙ্গালুরুতে ৮ মাস বয়সি এক শিশুর দেহে এই জীবাণুর সক্রিয় অস্তিত্ব ধরা পড়েছে৷ শহরের ব্যাপ্টিস্ট হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ তবে চিনে যে HMPV জীবাণুর সংক্রমণ ছড়াচ্ছে, সেটা বেঙ্গালুরুর আক্রান্ত শিশুর দেহের ভাইরাস একই কিনা, সে বিষয়ে কোনও নিশ্চয়তা মেলেনি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সারা বিশ্বে সংক্রমণের বৃদ্ধি পরীক্ষা করা হচ্ছে, বিশেষত যেহেতু এটি শীতের মরসুম এই সময় শ্বাসযন্ত্রের অসুস্থতা সাধারণত শীর্ষে থাকে। রিপোর্ট অনুসারে, এইচএমপিভি ইনফ্লুয়েঞ্জা-এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড -১৯ এর মতো একাধিক ভাইরাসের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই, খুব নিখুঁত পরীক্ষানীরক্ষা করতে হবে।