Howrah News: ফল ও ফুল গাছের টানেই উলুবেড়িয়ার এই স্কুলে আসে শবনম-অনুষ্কারা

Last Updated:

সব মিলিয়ে প্রায় ১৮-২০ রকম ফলের গাছ। সারা বছর গাছে কোনও না কোনও ফল থাকে,  আর পাঁচটা বিদ্যালয় থেকে অনেকটাই আলাদা উলুবেড়িয়ায় বাড় মঙরাজপুর প্রাথমিক বিদ্যালয়।

+
শিক্ষক

শিক্ষক ছাত্রের চেষ্টায় বিদ্যালয়ে ফলের বাগান

হাওড়া: বিদ্যালয়ে ফলের বাগান! প্রবেশ করলেই যে দিক নজর যাবে গাছে ফল ধরে রয়েছে। কোথাও আম বা কোথাও জাম পেয়ারা লেবু কুল জামরুল ছাড়াও আরও নতুন কিছু গাছ যার মধ্যে আপেল আঙুর সবেদা বিলেতির আমড়া । সব মিলিয়ে প্রায় ১৮-২০ রকম ফলের গাছ। সারা বছর গাছে কোনও না কোনও ফল থাকে,  আর পাঁচটা বিদ্যালয় থেকে অনেকটাই আলাদা এই বিদ্যালয়। বাগান বাঁচিয়ে রাখতে গাছের পরিচর্যায় হাত লাগান স্কুলের শিক্ষক থেকে পড়ুয়া সকলেই। কথায় বলে, গাছ লাগাও.. প্রাণ বাঁচাও ‘। আজকের শিশুই তো আগামীর দায়িত্ববান নাগরিক। অতএব তার মধ্যেই বপণ করতে হবে ভবিষ্যত গড়ার বীজ | আর তাই উলুবেড়িয়ায় বাড় মঙরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে গড়ে উঠেছে মস্ত বড় এক বাগান। যেখানে ফুল, ফল সবজিতে পরিপূর্ণ হয়ে উঠেছে স্কুল চত্বর।
বলা যেতে পারে বিদ্যালয়ে ‘পুষ্টি উদ্যান’ গড়ে উঠেছে |বিদ্যালয় যেন ফলের সম্ভার| আম,জাম,কাঁঠাল,পেয়ারা, লেবু আঁশ ফল,সবেদা,কুল,পেয়ারা, জামরুল সহ নানা ফলের সম্ভারে পরিপূর্ণ | আর তা দেওয়া হয় স্কুলের পড়ুয়াদেরও |এমনকি শীতে বাঁধাকপি, ফুলকপি, মুলো, লঙ্কা,বেগুন, শিম, কুমড়ো, প্রভৃতি সবজির চাষও হয়ে থাকে | সব মিলিয়ে প্রায় ১৮-২০ রকম ফলের গাছ, নানা ফুল এবং ভেষজ গাছও রয়েছে |ছাত্র-ছাত্রী, শিক্ষকরা মিলে গাছের পরিচর্যা করেন |তবে এই বাগানের মূল কান্ডারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন প্রত্যেকটি শিশুর নামে একটি করে গাছ নেওয়া | এমনকি শিশুদের নিজেদের জন্মদিনে গাছের গোড়ায় জন্মমাস পালন করা হয় | এর ফলে বাচ্চারা গাছ তথা প্রকৃতির গুরুত্ব বোঝে।
advertisement
advertisement
সারা বছর কোন না কোন ফল থাকে গাছে ফুল, ফলের পাশাপাশি শীতকালে সবজির চাষের ফলে বাচ্চারাও তা খেতে পারে। গাছের লেবু দিয়েই মিড ডে মিল গরমে শরবত খায় ছাত্র-ছাত্রীরা। এমনকি গরমে আম,জাম,কাঁঠাল খায় বলেও জানাল ছাত্র-ছাত্রীরা। পেয়ারা জামরুল জামও সকলে ভাগ করে খায় | বলতে গেলে সারা বছরই কোনও না কোনও ফলের গুনাগুণ পেতে থাকে বাচ্চারা। পড়াশুনার পাশাপাশি প্রকৃতিকে ভালোবাসতে পেরে খুব খুশি স্কুলের পড়ুয়ারা |
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ফল ও ফুল গাছের টানেই উলুবেড়িয়ার এই স্কুলে আসে শবনম-অনুষ্কারা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement