Hooghly News: এগ্রিকালচারের পাশাপাশি হটিকালচারে আগ্রহ বাড়াতে হাতে কলমে প্রশিক্ষণ উদ্যানপালন দফতরের

Last Updated:

ফুল চাষিদের উৎসাহিত করতে পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল

+
পুষ্প

পুষ্প প্রদর্শনী

হুগলি: হুগলি জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে জেলার ফুল চাষিদের উৎসাহিত করতে পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে। যেখানে নার্সারীর গ্রাম হিসেবে খ্যাত বলাগড়ের খামারগাছি থেকে প্রায় দুই হাজারেরও বেশি চাষিরা অংশগ্রহণ করেছিলেন এই প্রদর্শনীতে। সেখানে পুরস্কার বিতরণের পাশাপাশি ফুল চাষিদের আরও নতুনত্ব চাষ কীভাবে করা সম্ভব সেই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
ব্যতিক্রমী চাষ হিসেবে উদ্যান পালনের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন মানুষের মধ্যে। ছোট-বড় বাহারি ফুল গাছ কীভাবে সহজে বাড়িতে চাষ করা যাবে? তাই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই ফুলের মেলা থেকে। একইসঙ্গে বনসাই গাছ কীভাবে চাষ করবেন ও কীভাবে এগ্রিকালচারের পাশাপাশি হটিকালচারকে নিয়ে এগোনো যাবে তা নিয়েও আলোচনা করা হয় এই পুষ্প প্রদর্শনীতে। জেলার চাষিদের মধ্যে যাতে ব্যতিক্রমী চাষ হিসেবে ফুল চাষ করার প্রবণতা বৃদ্ধি পায় সেই দিকে নজর দিয়েই এই মেলার আয়োজন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে উদ্যান পালন দফতরের আধিকারিক শুভজিৎ নাথ তিনি জানান, “আগামী দিনে উদ্যান পালনের প্রতি মানুষের আগ্রহ তা বৃদ্ধি পাচ্ছে। বাড়ির ছাদে বাগানে মানুষের গাছ লাগানোর প্রবণতা বেড়েছে। বিভিন্ন ফুল ফলের গাছের পাশাপাশি বাহারি ক্যাকটাস ও বিভিন্ন রকম বনসাই গাছ কীভাবে সহজেই মানুষ চাষ করবেন বাড়িতে তাই নিয়ে একটি প্রশিক্ষণ শিবির ও করা হয়েছে পুষ্প প্রদর্শনী প্রাঙ্গণে। আগামীদিনে যাতে মানুষের এই ফুল চাষ করে রোজগার বৃদ্ধি করতে পারে তাই কারণে এই বিশেষ প্রশিক্ষণ শিবির এবং পুষ্প প্রদর্শনের আয়োজন এমনটাই জানিয়েছেন তিনি।”
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: এগ্রিকালচারের পাশাপাশি হটিকালচারে আগ্রহ বাড়াতে হাতে কলমে প্রশিক্ষণ উদ্যানপালন দফতরের
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement