পুলিশের সাহায্যের তেলে বন্যা দুর্গতদের ধরে ফিরল প্রাণ! মাস পার করে স্বস্তির খবর

Last Updated:

খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের পক্ষ থেকে আজ গ্রামে পৌঁছালো এক ড্রাম জ্বালানি তেল। যা গ্রামবাসীদের বর্তমান ভরসার নৌকা চলাচলের ক্ষেত্রে জ্বালানির চাহিদা মেটাবে

+
ড্রাম

ড্রাম ভর্তি জ্বালানি তেল অনুদান

খড়গ্রাম, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: লাগাতার বর্ষণের জেরে গত এক মাসের উপর সময় ধরে গোটা এলাকা জলের তলায় রয়েছে। দ্বারকা নদীর জলস্তর পাওয়ায় ১২ টি গ্রামের বাসিন্দাদের নাজেহাল অবস্থা।
এমনই দুরবস্থায় দিন কাটছে খরগ্রামের ঝিল্লি পঞ্চায়েতে ১২ টি গ্রামের বাসিন্দাদের। এই পরিস্থিতিতেও নাকি এলাকায় মিলছে না কোনও রকম সরকারি সাহায্য। ত্রাণ অনেক দূরের কথা, লক্ষ লক্ষ বাসিন্দাদের যাতায়াতে বর্তমানে ভরসা শুধুমাত্র একটি নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে ৮ থেকে ৮০ সকল স্তরের মানুষ এই একখানি নৌকার উপর ভরসা করেই জীবন জীবিকা চালাচ্ছে এখানে। তবে সেই নৌকাটির তেল সহ শ্রমিকদের খরচ সহ বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এল খড়গ্রাম থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: কল্যাণীতে ডাক্তার দেখাবে বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ বধূ!
জানা গিয়েছে, নদীর জলস্তর বৃদ্ধির কারণে গ্রামে একমাস ধরে গৃহবন্দি সকলেই। ফলে নৌকাটি ও প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল। আর এই নৌকা বন্ধ হয়ে গেলে এই অঞ্চলের সমস্ত পড়ুয়াদের পড়াশোনা একদম বন্ধ হয়ে যেত। তাই মানবিক রূপ দেখাল খড়গ্রাম থানা। খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের পক্ষ থেকে আজ গ্রামে পৌঁছালো এক ড্রাম জ্বালানি তেল। যা গ্রামবাসীদের বর্তমান ভরসার নৌকা চলাচলের ক্ষেত্রে জ্বালানির চাহিদা মেটাবে। ফলে গ্রামবাসীদের বিশেষ একটা খরচ হবে না।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখনও পর্যন্ত এলাকার বিধায়ক থেকে সাংসদ, এমনকি ভিডিও অফিস থেকেও তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। এই পরিস্থিতিতে খড়গ্রাম থানার এমন ভূমিকায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে অসহায় মানুষগুলো।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশের সাহায্যের তেলে বন্যা দুর্গতদের ধরে ফিরল প্রাণ! মাস পার করে স্বস্তির খবর
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement