Suvendu Adhikari on flood situation: রাজ্যে বন্যার আশঙ্কা! সেনা এবং এনডিআরএফের সাহায্য নেওয়ার আবেদন বিরোধী দলনেতার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
West Bengal flood situation: রাজ্যের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ নিয়ে এবার রাজ্যকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বেশ কিছু জেলার মানুষকে উদ্ধার করতে অবিলম্বে সেনা এবং এনডিআরএফ-এর সাহায্য নেওয়ার জন্য রাজ্যের মুখ্যসচিবকে আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা: রাজ্যের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ নিয়ে এবার রাজ্যকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বেশ কিছু জেলার মানুষকে উদ্ধার করতে অবিলম্বে সেনা এবং এনডিআরএফ-এর সাহায্য নেওয়ার জন্য রাজ্যের মুখ্যসচিবকে আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার পরিস্থিতি ভয়াবহ। সেচ দফতর, পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকেও নিশানা করে বিরোধী দলনেতা শুভেন্দুর অভিযোগ, ‘গ্রাম বাংলার মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে না পুলিশ না কোনও প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।’
advertisement
advertisement
ডিভিসির ছাড়া জলে প্লাবিত রাজ্যের একাধিক এলাকা। এই পরিস্থিতির জন্য সেচ দপ্তরকে দায়ী করে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বর্ষাকাল আসার আগে শেচ দফতরের তরফে রক্ষণাবেক্ষণের জন্য কোনও রকম প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁধ নির্মাণ থেকে গ্রামে গ্রামে জলমগ্ন পরিস্থিতি ঠেকাতে রাজ্য সরকার এ ব্যাপারে কোনও অর্থ বরাদ্দও করেনি।’
advertisement
আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির
২০১৩ এবং ২০১৫ সালের কথা উল্লেখ করে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের দৃষ্টি আকর্ষণ করে মানুষের প্রাণ এবং ঘরবাড়ি বাঁচাতে অবিলম্বে সেনা এবং এনডিআরএফ মোতায়েন করার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নিজের সমাজমাধ্যমে হুগলির খানাকুল এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে কিভাবে জনবসতি এলাকায় হু হু করে জল ঢুকছে সেই ভিডিও তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2024 3:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari on flood situation: রাজ্যে বন্যার আশঙ্কা! সেনা এবং এনডিআরএফের সাহায্য নেওয়ার আবেদন বিরোধী দলনেতার