Digha: পুজোয় দিঘায় নিশ্ছিদ্র নিরাপত্তা! কড়া নজরদারিতে পুলিশ

Last Updated:

Digha: শারদ উৎসবের আগে পর্যটন কেন্দ্র দিঘায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। এই বছর দিঘার জন্য দুর্গাপুজো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথম দুর্গাপুজো।

+
পুজোর

পুজোর আগে দিঘায় কড়া নজরদারি 

দিঘা, মদন মাইতি: শারদ উৎসবের আগে পর্যটন কেন্দ্র দিঘায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। এই বছর দিঘার জন্য দুর্গাপুজো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথম দুর্গাপুজো। তাছাড়াও, দিঘায় বড় বড় থিমের দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে, যা স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যক পর্যটক এবং দর্শনার্থীকে আকৃষ্ট করবে। পুজোয় দিঘাকে শান্ত রাখতে যাতে না কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য প্রশাসন যথেষ্ট সতর্ক হয়ে উঠেছে।
নিরাপত্তা নিশ্চিত করতে দিঘা প্রবেশের মূল রাস্তা দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে রামনগর থানার পুলিশ জোরদার নজরদারি শুরু করেছে। শহরের প্রবেশমুখে প্রতিটি সন্দেহজনক গাড়িকে দাঁড় করান হচ্ছে। শুধু সন্দেহের ভিত্তিতে নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব গাড়িকেই চেক করা হচ্ছে। কর্তব্যরত পুলিশ আধিকারিকরা গাড়ির ভিতরে কী রয়েছে, যাত্রীরা কারা এবং তাঁদের দিঘা ভ্রমণের উদ্দেশ্য কী, সেই বিষয়ে গাড়িচালক ও যাত্রীদের পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করছেন। গাড়ি এবং চালকের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করছে পুলিশ। নিশ্চিত করা হচ্ছে যে কোনও অসাধু উদ্দেশ্য নিয়ে কেউ যেন দিঘায় প্রবেশ করতে না পারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘৫ হাজারে চল…!’ মহিলাকে অমানবিক লাঞ্ছনা, রিভলবার দেখিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা স্কুলশিক্ষকের
পুলিশের এই কড়া পদক্ষেপের মূল লক্ষ্য হল পুজোর মধ্যে সমস্ত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ান এবং দিঘার সৈকত শহরকে পর্যটকদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা। পুজোয় সময় দিঘা সাধারণত পর্যটকদের ভিড়ে উপচে পড়ে। সমুদ্র সৈকতের আকর্ষণ ছাড়াও, এবার প্রথম জগন্নাথ মন্দির ভক্তদের আকৃষ্ট করবে। মন্দির দর্শনের পাশাপাশি, আকর্ষণীয় থিমের পুজো মণ্ডপগুলি বাড়তি ভিড় টানবে। এই বিশাল জনস্রোতের মধ্যে আইনশৃঙ্খলা বজায় রাখা পুলিশের কাছে একটি বড় চ্যালেঞ্জ। দিঘায় যাতে শান্তি বিঘ্নিত না হয় এবং পর্যটকরা যাতে নিশ্চিন্তে উৎসব উপভোগ করতে পারেন, সেই কারণেই এই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
advertisement
প্রবেশপথেই এই ধরনের নজরদারি এবং তল্লাশি অভিযান সন্দেহজনক ব্যক্তিদের শহরে প্রবেশ করা থেকে বিরত রাখবে। কেবল গাড়ি চেক করাই নয়, সৈকত এবং অন্যান্য জনবহুল এলাকাগুলিতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে খবর। দিঘার পর্যটকদের সুরক্ষা সুনিশ্চিত করতে পুলিশের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পর্যটকরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: পুজোয় দিঘায় নিশ্ছিদ্র নিরাপত্তা! কড়া নজরদারিতে পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement