Weekend Trip: দুর্গাপুজোর ছুটিতে ঘুরে আসুন বীরভূমের নির্জন ড্যাম, যা আপনাকে মুগ্ধ করবেই, রইল ঠিকানা

Last Updated:
Weekend Trip: দুর্গাপুজোর ছুটিতে ভ্রমণের সেরা চমক, বীরভূমের নীল নির্জন ড্যাম, নীল আকাশের প্রতিচ্ছবিতে হারিয়ে থাকা গোপন স্বর্গ যা, একবার দেখলে বারবার ফিরতে মন চাইবে।
1/5
*দুবরাজপুর, সুদীপ্ত গড়াই: দুর্গাপুজোর ছুটিতে যদি বীরভূম ঘোরার পরিকল্পনা থাকে, তবে একবার ঘুরে আসতে পারেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অপূর্ব গন্তব্য,'বক্রেশ্বর ড্যাম'। 'নীল নির্জন ড্যাম' নামেও পরিচিত এই স্থান আপনাকে মুগ্ধ করবেই।
*দুবরাজপুর, সুদীপ্ত গড়াই: দুর্গাপুজোর ছুটিতে যদি বীরভূম ঘোরার পরিকল্পনা থাকে, তবে একবার ঘুরে আসতে পারেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অপূর্ব গন্তব্য,'বক্রেশ্বর ড্যাম'। 'নীল নির্জন ড্যাম' নামেও পরিচিত এই স্থান আপনাকে মুগ্ধ করবেই।
advertisement
2/5
*নীল আকাশের প্রতিবিম্বে যখন বিশাল জলরাশি নীল রঙে ঝলমল করে ওঠে, তখনই যেন নামের যথার্থতা প্রকাশ পায়। ২০০০ সালে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকে এই ড্যামটি নির্মিত হয়। বর্তমানে এখানকার বিপুল পরিমাণ জল সরবরাহ হয় বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্টে।
*নীল আকাশের প্রতিবিম্বে যখন বিশাল জলরাশি নীল রঙে ঝলমল করে ওঠে, তখনই যেন নামের যথার্থতা প্রকাশ পায়। ২০০০ সালে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকে এই ড্যামটি নির্মিত হয়। বর্তমানে এখানকার বিপুল পরিমাণ জল সরবরাহ হয় বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্টে।
advertisement
3/5
*শহরের কোলাহল থেকে বহু দূরে এই ড্যামের চারপাশে নেই হইচই বা যানবাহনের শব্দ। বিস্তীর্ণ জলের ধারে দাঁড়ালে নীল আকাশের প্রতিফলন ও শীতল বাতাস মুহূর্তেই মুছে দেয় ক্লান্তি। এখানে কেবল ছবি তোলা নয়, প্রকৃতির নির্জন সৌন্দর্য উপভোগ করাই মূল আনন্দ।
*শহরের কোলাহল থেকে বহু দূরে এই ড্যামের চারপাশে নেই হইচই বা যানবাহনের শব্দ। বিস্তীর্ণ জলের ধারে দাঁড়ালে নীল আকাশের প্রতিফলন ও শীতল বাতাস মুহূর্তেই মুছে দেয় ক্লান্তি। এখানে কেবল ছবি তোলা নয়, প্রকৃতির নির্জন সৌন্দর্য উপভোগ করাই মূল আনন্দ।
advertisement
4/5
*দুবরাজপুর রেলওয়ে স্টেশন বা পাওয়ার হাউজ মোড় থেকে গাড়ি বা অটো-রিকশা ভাড়া করে সহজেই পৌঁছে যেতে পারেন নীল নির্জনে। ব্যক্তিগত দুই চাকার বা চার চাকার গাড়িতেও আসা যায়। সড়ক ও রেল, দুই পথেই যাত্রা হবে আরামদায়ক।
*দুবরাজপুর রেলওয়ে স্টেশন বা পাওয়ার হাউজ মোড় থেকে গাড়ি বা অটো-রিকশা ভাড়া করে সহজেই পৌঁছে যেতে পারেন নীল নির্জনে। ব্যক্তিগত দুই চাকার বা চার চাকার গাড়িতেও আসা যায়। সড়ক ও রেল, দুই পথেই যাত্রা হবে আরামদায়ক।
advertisement
5/5
*দুর্গাপুজোর ছুটিতে যদি ব্যস্ত জীবনের ভিড় থেকে কিছুটা শান্তি খুঁজে পেতে চান, তবে নীল নির্জন ড্যাম হতে পারে এক অসাধারণ ঠিকানা। একদিনের ভ্রমণ বা ছোট্ট বিরতিতেও এই নীল জলের ধারে মিলবে অবিস্মরণীয় প্রশান্তি।
*দুর্গাপুজোর ছুটিতে যদি ব্যস্ত জীবনের ভিড় থেকে কিছুটা শান্তি খুঁজে পেতে চান, তবে নীল নির্জন ড্যাম হতে পারে এক অসাধারণ ঠিকানা। একদিনের ভ্রমণ বা ছোট্ট বিরতিতেও এই নীল জলের ধারে মিলবে অবিস্মরণীয় প্রশান্তি।
advertisement
advertisement
advertisement