Fishermen Losses: মুষলধারে বৃষ্টিতে ভেসে গেল পুকুরের সব মাছ! পথে বসার যোগাড় মৎস্যজীবীদের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Fishermen Losses: লক্ষ লক্ষ টাকার মাছ এর ফলে নষ্ট হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে টাকা জমিয়ে তাঁরা এই মাছ চাষ করেছিলেন। কিন্তু প্রবল বৃষ্টি তাঁদের জীবিকা সঙ্কটে ফেলে দিল
নদিয়া: এক নাগাড়ে মুষলধারে বৃষ্টি হওয়ায় ভেসে গেল একাধিক পুকুর সহ চাষের জমি। মাথায় হাত কৃষক সহ মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষদের। দু’দিনের টানা বৃষ্টিতে একাধিক পুকুর ভেসে গেল শান্তিপুরে। পুকুর মালিকরা জানান, লক্ষ লক্ষ টাকার মাছ এর ফলে নষ্ট হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে টাকা জমিয়ে তাঁরা এই মাছ চাষ করেছিলেন। কিন্তু প্রবল বৃষ্টি তাঁদের জীবিকা সঙ্কটে ফেলে দিল।
অন্যদিকে চাষের জমিতে ধান থেকে শুরু করে বিভিন্ন ফসল এখন জলের তলায়। মাথায় হাত চাষিদের। তবে পাট চাষিদের জন্য বৃষ্টি ভাল দিক হলেও অন্য ফসল চাষিরাও গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে বিপদে পড়েছেন। অপরদিকে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কে ভুগছেন যে কখন ভাগীরথীর জল পাড় উপচে এসে বন্যা হয়ে দেখা দেয়। এক কথায় বলতে গেলে টানা বেশ কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে চাষি থেকে শুরু করে মৎস্যজীবী সকলেরই।
advertisement
আরও পড়ুন: রাতের অন্ধকারে ভাঙা পড়ল তৃণমূলের পার্টি অফিস!
advertisement
উল্লেখ্য, নদিয়া জেলা কৃষি ও মৎস্যজীবী প্রধান। বহু মানুষ চাষাবাদের পাশাপাশি মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন। লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন নর্দমা ও ইত্যাদি নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গিয়ে বৃষ্টির জল বেরোতে না পেরে বেশিরভাগ জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে। যার ফলে পুকুর থেকে সমস্ত মাছ রাতারাতি ভেসে গিয়েছে বলে জানান মৎস্যজীবীরা। তাঁরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন, সাহায্যের আশায়।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2024 3:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fishermen Losses: মুষলধারে বৃষ্টিতে ভেসে গেল পুকুরের সব মাছ! পথে বসার যোগাড় মৎস্যজীবীদের