Fishermen Livelihood Crisis: বৃষ্টির অভাবে মাছের দেখা নেই ভাগীরথীতে, মৎস্যজীবীদের পেটে টান

Last Updated:

Fishermen Livelihood Crisis: বর্তমান পরিস্থিতিতে ডিঙি নৌকা নিয়ে সারাদিন ভাগীরথীর বুকে ঘুরে বেড়িয়েও তেমন একটা মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা। কারণ বৃষ্টির অভাবে জ্বলস্তর অনেক নিচে থাকায় মাছেরা সেভাবে উপরের দিকে উঠে আসছে না

+
ভাগীরথী

ভাগীরথী নদীতে মাছ ধরতে ব্যস্ত মৎস্যচাষীরা 

মুর্শিদাবাদ: উত্তরবঙ্গে ভারী বর্ষণের কারণে নাজেহাল সকলেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেভাবে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দফতর মাঝে মাঝে বৃষ্টি নিয়ে আশ্বাসবাণী শোনালেও লাভের লাভ কিছুই হচ্ছে না। এদিকে বৃষ্টি না হওয়া এক কৃষকদের মতোই সংকটে পড়েছেন মৎস্যজীবীরা। বৃষ্টির অভাবে ভাগীরথী নদীতে সেইভাবে মাছ উঠছে না জালে। তাই চিন্তায় পড়েছেন মৎস্যজীবীরা।
বর্তমান পরিস্থিতিতে ডিঙি নৌকা নিয়ে সারাদিন ভাগীরথীর বুকে ঘুরে বেড়িয়েও তেমন একটা মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা। কারণ বৃষ্টির অভাবে জ্বলস্তর অনেক নিচে থাকায় মাছেরা সেভাবে উপরের দিকে উঠে আসছে না। এর ফলে জীবিকা সঙ্কটের মুখে পড়েছেন মুর্শিদাবাদের মৎস্যজীবীরা। কীভাবে সংসার চালাবেন, সন্তানের মুখে কী করে খাবার তুলে দেবেন তা বুঝে উঠতে পারছেন না।
advertisement
advertisement
অসহায় মৎস্যজীবীরা জানিয়েছেন, ভালো করে বর্ষার বৃষ্টি শুরু হলে তবেই আবার ভাগীরতিতে ঠিক করে মাছ পাওয়া যাবে। বর্ষাকাল শুরু হয়ে গেলেও বৃষ্টির অভাবে মাছ পাওয়া যাচ্ছে না। এমনটা অতীতে হয়নি বলে তাঁরা জানান। সব মিলিয়ে বড় অসহায় অবস্থায় দিন কাটছে জেলার মৎস্যজীবীদের।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fishermen Livelihood Crisis: বৃষ্টির অভাবে মাছের দেখা নেই ভাগীরথীতে, মৎস্যজীবীদের পেটে টান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement