কাঁকড়া ধরতে যাওয়াই কাল হল, তেড়ে এল বাঘ.... নিমেষে সব শেষ, শোকের ছায়া এলাকায়

Last Updated:

আবারো বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর কুলতলিতে,কাটামারীতে তার দেহ নিয়ে এলো সহকর্মীরা

প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
সুন্দরবন: আবারও সুন্দর বনে বাঘের আক্রমণের মৃত্যু মৎস্যজীবী। মৃতের নাম অজয় সর্দার(৫১)।
গত শুক্রবার কাঁটামারি গ্রাম থেকে অজয়-সহ তিন মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যান। নদী থেকে নৌকা বের করার সময় নৌকার পিছনে বসে ছিলেন অজয়। হঠাৎই জঙ্গলের মধ্যে থেকে বাঘ ঝাঁপ দিয়ে অজয়ের ঘাড়ে পড়ে। দুই সঙ্গী কালাচাঁদ সর্দার ও কার্তিক সর্দার লাঠি বৈঠা নিয়ে বাঘকে তাড়িয়ে উদ্ধার করলেও  প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনা জানাজানি হতেই গ্রামে শোকের ছায়া নেমেছে। কুলতলি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
আরও পড়ুন: ট্রেনে যাচ্ছিলেন ৫৭০১১৪ যাত্রী, প্রত্যেকের হল মোটা অঙ্কের জরিমানা! কেন জানেন?
মৃতের  স্ত্রী সরস্বতী সর্দার জানান, মেয়ের বাড়িতে গিয়ে শুনি ওঁর খুব শরীর খারাপ। হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাড়ি এসে দেখি উঠানে শোয়ানো রয়েছে দেহ।  ঘটনায় পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাঁকড়া ধরতে যাওয়াই কাল হল, তেড়ে এল বাঘ.... নিমেষে সব শেষ, শোকের ছায়া এলাকায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement