Murshidabad News: জিয়াগঞ্জ নার্সিং কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক উত্তেজনা এলাকায়

Last Updated:

Murshidabad News: বুধবার দুপুরে চার তলায় হঠাৎ আগুন জ্বলতে দেখেন ছাত্রীরা। তার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়

জিয়াগঞ্জ থানার পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে
জিয়াগঞ্জ থানার পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে
জিয়াগঞ্জ : জিয়াগঞ্জের নার্সিং কলেজে ভয়াবহ আগুন। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। জিয়াগঞ্জ থানার ঠিক সামনেই এই বেসরকারি নার্সিং কলেজ। এই কলেজের একই বিল্ডিং-এ ক্লাস হয় এবং ছাত্রীদের আবাসনও রয়েছে। বুধবার দুপুরে চার তলায় হঠাৎ আগুন জ্বলতে দেখেন ছাত্রীরা। তার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সমস্ত ছাত্রীদের কলেজের ভিতর থেকে বার করে আনা হয়। জিয়াগঞ্জ থানার পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে গঙ্গা কাছে না থাকায় দমকলের ইঞ্জিনে জলের যোগানে ঘাটতি পড়ে। তবে দেখা যায় স্থানীয়বাসিন্দারাই তৎপরতার সঙ্গে বালতি করে জল নিয়ে এসে  দমকলের ইঞ্জিনের ট্যাঙ্কে ভরে। এরপরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কলেজছাত্রী-সহ এলাকাবাসীরাও। তবে কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন :  মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে জিটি রোডে যান চলাচলে নিয়ন্ত্রণ, চলবে না টোটো, বাস থাকবে হাতে গোনা
স্থানীয় বাসিন্দা স্বপন কুন্ডু বলেন, " এই ঘটনায় সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। তবে দমকল সময়মতো এসেছে। কিন্তু জলের ঘাটতি পড়ায় এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।" কলেজমালিক শঙ্কর মন্ডল বলেন, " বিল্ডিং-এর চার তলায় বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ছাত্রীরা সকলেই সুরক্ষিত আছে। পুলিশ তদন্ত করছে।"
advertisement
advertisement
আরও পড়ুন :  জীবন‌যুদ্ধের লড়াই! টোটো চালিয়েই সংসার চলে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলরের
অন্যদিকে সুতি থানার বাহাগলপুর এলাকায় ভয়াবহ আগুনে ভস্মীভূত পর পর দশটি বাড়ি। জানা যায় বাড়ির উপরে রাখা পাটকাঠি থেকে হঠাৎ করেই আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে সেই আগুন আশেপাশের একাধিক বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকলে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। নিজেদের সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।স্থানীয় মানুষজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকলে। যদিও ক্ষয়ক্ষতির পরিমান এখনও পর্যন্ত জানা যায়নি। নিজেদের সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: জিয়াগঞ্জ নার্সিং কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক উত্তেজনা এলাকায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement