Burdwan News: মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে জিটি রোডে যান চলাচলে নিয়ন্ত্রণ, চলবে না টোটো, বাস থাকবে হাতে গোনা
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Saradindu Ghosh
Last Updated:
CM Rally: বৃহস্পতিবার বর্ধমান শহরের গোদার মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করবেন। এজন্য জিটি রোডে টোটো চলাচল বন্ধ করা হয়েছে
বর্ধমান : মুখ্যমন্ত্রী সভা উপলক্ষে বৃহস্পতিবার বর্ধমানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিয়ন্ত্রণ থাকছে টোটো ও বাস চলাচলে। স্টেশন থেকে নবাবহাট পর্যন্ত জিটি রোডে অন্যান্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মুখ্যমন্ত্রীর সভার জেড়ে যানজটের সমস্যা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারেরও বেশি বাসে লোক আসবে। এছাড়াও অন্যান্য গাড়িতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই মুখ্যমন্ত্রীর সভায় আসবেন। সেই সব গাড়ি শহরের বাইরে পার্কিং করার ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার বর্ধমান শহরের গোদার মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করবেন। এজন্য জিটি রোডে টোটো চলাচল বন্ধ করা হয়েছে। হাতে গোনা কয়েকটি বাস চলবে। রেলওয়ে ওভারব্রিজ থেকে নবাবহাট পর্যন্ত যাওয়ার রাস্তায় সমস্ত ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
আরও পড়ুন : উজ্জ্বল লাল কালো যুগলবন্দিতে জ্যামিতিক নক্সা, দক্ষিণী হ্যান্ডলুম শাড়িতে বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলার
জেলা প্রশাসনের দাবি, মুখ্যমন্ত্রীর বর্ধমানের সভায় লক্ষাধিক জনসমাগম হবে। তাই যান চলাচল নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি ছিল। বাইরে থেকে আসা সমর্থকদের জন্য বাস পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বাইক বা অন্য যানবাহন রাখার ব্যবস্থাও করা হয়েছে। সভাস্থল ইতিমধ্যেই জেলা প্রশাসনের আধিকারিকরা দফায় দফায় পরিদর্শন করেছেন। মঙ্গলবারও আধিকারিকরা মাঠে গিয়েছিলেন। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, সকাল থেকেই যান চলাচল করা হবে। সভা শেষ হওয়ার পর আবার যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
advertisement
advertisement
আরও পড়ুন : জীবনযুদ্ধের লড়াই! টোটো চালিয়েই সংসার চলে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলরের
জেলা পুলিশ জানিয়েছে, পথে বেরিয়ে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন সেই কারণে আগে থেকে প্রচারও করা হচ্ছে। মঙ্গলবার থেকেই শহরের বিভিন্ন প্রান্তে মাইকে প্রচার করা হচ্ছে। সভার আগে শহরে টোটো বা অন্য যানবাহন চলাচল করলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। গতবছরও মুখ্যমন্ত্রী শহরে এসেছিলেন। সেই দিনও একইভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই সভার জেরে পথে বেরিয়ে বাস বা টোটো না পেয়ে সমস্যায় পড়তে হবে অনেককেই। নবাব হাট থেকে বর্ধমান রেলস্টেশন পর্যন্ত রাস্তা বেশ কিছুক্ষণের জন্য নো এন্ট্রি থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 8:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan News: মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে জিটি রোডে যান চলাচলে নিয়ন্ত্রণ, চলবে না টোটো, বাস থাকবে হাতে গোনা