Film Festival: স্কুলেই ফিল্ম ফেস্টিভ্যাল, সিনেমা উৎসবে মাতল খানাকুলের কচিকাঁচারা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
রামনগর এলাকার কচিকাঁচারা গ্রামে নানা অনুষ্ঠান দেখতে যায়। কিন্তু সিনেমা হলে তাদের যাওয়া হয় না। তাদের একসঙ্গে বসে সিনেমা দেখার আনন্দ দিতেই স্কুলের এই উদ্যোগ
হুগলি: বর্তমানে ছেলেমেয়েদের বড় পর্দায় সিনেমা দেখার প্রবণতা কমছে। স্মার্টফোনের দৌরাত্ম্যে প্রেক্ষাগৃহে অনেকের সঙ্গে বসে সিনেমার আনন্দ উপভোগ করার সেই প্রবণতা ক্রমশই কমছে। সেই বিষয়টি আবার ফিরিয়ে আনতে এই প্রথমবার চলচ্চিত্র উৎসবের আয়োজন করল খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়।
রামনগর এলাকার কচিকাঁচারা গ্রামে নানা অনুষ্ঠান দেখতে যায়। কিন্তু সিনেমা হলে তাদের যাওয়া হয় না। তাদের একসঙ্গে বসে সিনেমা দেখার আনন্দ দিতেই স্কুলের এই উদ্যোগ। ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলচ্চিত্র উৎসব হবে এই স্কুলে। প্রথম দিনে দেখানো হবে মৃণাল সেন পরিচালিত ইচ্ছেপূরণ এবং নীলমাধব পাণ্ডা পরিচালিত পুরস্কারজয়ী সিনেমা আই অ্যাম কালাম। এ ছাড়াও তালিকায় রয়েছে আরও অনেক বিখ্যাত সিনেমা।
advertisement
advertisement
এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজে যুক্ত, আর নাহলে ছোট ব্যবসায়ী। এই সমস্ত পরিবারের ছেলেমেয়েদের পক্ষে সিনেমা হলে যাওয়াটা কিছুটা স্বপ্নের মত। ওই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১৪০০। তাদের সকলেই এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবে।
আরও খবর পড়তে ফলো করুন
এই আয়োজন প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক অমিত্য আঢ্য জানান, কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি, আসানসোল সহ বড় শহরে চলচ্চিত্র উৎসব হয়। সেখানে যাওয়ার মত অবস্থা গ্রামের ছেলেমেয়েদের নেই। এই কথা ভেবেই স্কুলে উৎসবের আয়োজন করা হয়েছে।
advertisement
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2024 1:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Film Festival: স্কুলেই ফিল্ম ফেস্টিভ্যাল, সিনেমা উৎসবে মাতল খানাকুলের কচিকাঁচারা