Purulia News: শহরের মাঝে দুই ষাঁড়ের লড়াই , একি কাণ্ড পুরুলিয়ায়!

Last Updated:

Purulia News: ‌শহর পুরুলিয়ার মানুষ বহু কাড়া লড়াই দেখলেও ষাঁড়ের লড়াই কমই দেখেছে। কিন্তু এইদিন সকালে তাও দেখা গেল পুরুলিয়া শহরে।

+
ষাঁড়ের

ষাঁড়ের লড়াই

পুরুলিয়া: বৈচিত্র্যপূর্ণ গোটা পশ্চিমবঙ্গ। বঙ্গের একাধিক জেলার একাধিক রীতিনীতি রয়েছে। পশ্চিমবঙ্গের অন্যতম জেলা পুরুলিয়া। আর এই মানভূম জেলার ঐতিহ্য কাড়া লড়াই। ‌ আজও বহু জায়গায় কাড়া লড়াই প্রচলিত রয়েছে। মানভূমবাসীর আবেগ উৎসাহ এই কাড়া লড়াইয়ের সঙ্গে‌ অনেকখানি জড়িত। কাড়া লড়াই হলেই বহু মানুষ ছুটে যান তা দেখতে কারণ মানভূমের মানুষের কাছে বড় আবেগের এই কাড়া লড়াই। ‌শহর পুরুলিয়ার মানুষ বহু কাড়া লড়াই দেখলেও ষাঁড়ের লড়াই কমই দেখেছে। কিন্তু এইদিন সকালে তাও দেখা গেল পুরুলিয়া শহরে।
পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় দুটি ষাঁড় লড়াই শুরু করে। আর যা দেখে রীতিমত ভিড় জমে যায় উৎসাহী মানুষের। অনেকেই তাড়িয়ে তাড়িয়ে দেখেন এই দৃশ্য। অনেকে আবার মুঠোফোনে বন্দি করে নেন এই দৃশ্য। আস্তে , আস্তে দুই ষাঁড়ের লড়াই এমন জায়গায় পৌঁছায় বাধ্য হয়ে ঘটনাস্থলে আসতে হয় দমকল বাহিনীকে। ‌ দমকল বাহিনীর হস্তক্ষেপে অবশেষে শান্ত হয় ষাঁড় দুটি। ‌এই ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পরে। পুরুলিয়া শহরে মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু তা এত বড় আকার ধারণ করেনি। তবে এই দিন দামাল ষাঁড় দুটির তাণ্ডবে গোটা চকবাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিড় জমে যায় ট্যাক্সি স্ট্যান্ড এলাকায়। ‌
advertisement
advertisement
প্রসঙ্গত,গ্রামেগঞ্জে আজও পূর্বপুরুষদের উৎসর্গ করে ষাঁড় দান করার রীতি প্রচলিত আছে। ‌ অনেকেই প্রিয়জন বিয়োগের পর শ্রাদ্ধানুষ্ঠানের সময় ষাঁড় দান করেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে। ‌গ্ৰাম্য অঞ্চল গুলিতে এই রীতি খুবই জনপ্রিয়। এই সমস্ত ষাঁড় গুলি মূলত মালিক বিহীন হয়ে থাকে। ‌ তাই খাবারের সন্ধানে গ্রাম থাকে এরা শহরে চলে আসে। ‌ শহরের ব্যস্ততম এই কোলাহলের মধ্যে তাই অনেক সময়তেই তাদের এই তাণ্ডব লীলা দেখা যায়। ‌ এই দিন সকালেও পুরুলিয়া শহরবাসী এই ষাঁড়ের তাণ্ডবের সাক্ষী থাকল।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: শহরের মাঝে দুই ষাঁড়ের লড়াই , একি কাণ্ড পুরুলিয়ায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement