Ferry Service: ফের কি বন্ধ হয়ে যাবে বজবজ-বাউরিয়া রুটে ফেরি পরিষেবা, কারণ চমকপ্রদ

Last Updated:

Ferry Service:  বন্ধ হতে চলেছে বজবজ-বাউরিয়া রুটে ফেরি পরিষেবা। কারণ জানলে চমকে যাবে৷

বজবজ ফেরীঘাট 
বজবজ ফেরীঘাট 
বজবজ: আবারও বন্ধ হতে চলেছে বজবজ-বাউরিয়া রুটে ফেরি পরিষেবা। বেশ কয়েক মাস আগে হুগলি নদীতে হঠাৎ আসা বানের তোড়ে ভেঙে যায় বজবজের উল্টোদিকে থাকা বাউরিয়া জেটিঘাট। যার জেরে তখন বন্ধ করা হয় বজবজ-বাউরিয়া ফেরি সার্ভিস। এরপর আবারও জেটি সারিয়ে ফেরি পরিষেবা স্বাভাবিক করা হলেও, আগামী ২০ তারিখ থেকে আবারও তা বন্ধ হতে চলেছে।
লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তা বন্ধ করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।এই বজবজ বাউরিয়া ফেরি চলাচল বন্ধ হলে আবারও দুর্ভোগে পড়তে হবে নিত্য যাত্রীদের। প্রত্যেকদিন বহু মানুষ কর্মসূত্রে নদী পারাপার করেন। ফেরি চলাচল বন্ধ হলে দুর্ভোগ বাড়বে নিত্যযাত্রীদের।
advertisement
advertisement
সেজন্য যাত্রীরা যাতে আগেই এই ফেরি পরিষেবা বন্ধের কথা জানতে পারে, সেজন্য ইতিমধ্যে লঞ্চঘাটে লাগানো হয়েছে নোটিশ, তবে কবে আবার এই ফেরী পরিষেবা স্বাভাবিক করা হবে তা জানানো হয়নি।
নিত্য যাত্রীদের দাবি দ্রুত এই ফেরিঘাট সকলের জন্য খুলে দিতে হবে। এই ঘাট দিয়ে হাজার হাজার মানুষ পারাপার করেন। তবে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই কাজ করা হয়েছে বলে ঘাট কর্তৃপক্ষ সূত্রে খবর।
advertisement
Nawab Mullick
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ferry Service: ফের কি বন্ধ হয়ে যাবে বজবজ-বাউরিয়া রুটে ফেরি পরিষেবা, কারণ চমকপ্রদ
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement