Ferry Service: ফের কি বন্ধ হয়ে যাবে বজবজ-বাউরিয়া রুটে ফেরি পরিষেবা, কারণ চমকপ্রদ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Ferry Service: বন্ধ হতে চলেছে বজবজ-বাউরিয়া রুটে ফেরি পরিষেবা। কারণ জানলে চমকে যাবে৷
বজবজ: আবারও বন্ধ হতে চলেছে বজবজ-বাউরিয়া রুটে ফেরি পরিষেবা। বেশ কয়েক মাস আগে হুগলি নদীতে হঠাৎ আসা বানের তোড়ে ভেঙে যায় বজবজের উল্টোদিকে থাকা বাউরিয়া জেটিঘাট। যার জেরে তখন বন্ধ করা হয় বজবজ-বাউরিয়া ফেরি সার্ভিস। এরপর আবারও জেটি সারিয়ে ফেরি পরিষেবা স্বাভাবিক করা হলেও, আগামী ২০ তারিখ থেকে আবারও তা বন্ধ হতে চলেছে।
লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তা বন্ধ করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।এই বজবজ বাউরিয়া ফেরি চলাচল বন্ধ হলে আবারও দুর্ভোগে পড়তে হবে নিত্য যাত্রীদের। প্রত্যেকদিন বহু মানুষ কর্মসূত্রে নদী পারাপার করেন। ফেরি চলাচল বন্ধ হলে দুর্ভোগ বাড়বে নিত্যযাত্রীদের।
আরও পড়ুন – Viral Video: পরতে পরতে নাটক, রোহিত শর্মার নতুন ভিডিও, হাত জোড় করে এ কী বলে ফেললেন হিটম্যান!
advertisement
advertisement
সেজন্য যাত্রীরা যাতে আগেই এই ফেরি পরিষেবা বন্ধের কথা জানতে পারে, সেজন্য ইতিমধ্যে লঞ্চঘাটে লাগানো হয়েছে নোটিশ, তবে কবে আবার এই ফেরী পরিষেবা স্বাভাবিক করা হবে তা জানানো হয়নি।
নিত্য যাত্রীদের দাবি দ্রুত এই ফেরিঘাট সকলের জন্য খুলে দিতে হবে। এই ঘাট দিয়ে হাজার হাজার মানুষ পারাপার করেন। তবে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই কাজ করা হয়েছে বলে ঘাট কর্তৃপক্ষ সূত্রে খবর।
advertisement
Nawab Mullick
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2024 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ferry Service: ফের কি বন্ধ হয়ে যাবে বজবজ-বাউরিয়া রুটে ফেরি পরিষেবা, কারণ চমকপ্রদ