Father Kills Daughter: মর্মান্তিক পরিণতি! চার কন্যাসন্তানের পানীয়তে বিষ বাবার, ক্যানিংয়ে খুনের চেষ্টা!

Last Updated:

Father Kills Daughter: গত ১০ নভেম্বর চার কন্যাসন্তানকেই ঠান্ডা পানীয়ের সাথে বিষ খাইয়ে খুনের চেষ্টা করেছিলেন অমিনুদ্দিন। কিন্তু ছোট মেয়ে খাদিজা গন্ধের জন্য তা খায়নি।

ক্যানিং: চার চারটি কন্যাসন্তান জন্ম দেওয়ার জন্য স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যেই সাংসারিক বিবাদে জড়িয়ে পড়তেন। আর সেই কারণে নিজের চার মেয়েকে বিষ খাইয়ে খুন করতে চেয়েছিলেন বাবা। একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। মৃতের নাম রাবেয়া সর্দার(১৩)।
ক্যানিং থানার হাট পুকুরিয়ার বালুইঝাঁকা গ্রামের ঘটনা। বাকি দুই কন্যা সন্তান আয়েশা সর্দার ও রাচিয়া সর্দার গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত আমিনুদ্দীন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আমিনুদ্দিনের পাঁচ সন্তান। এর মধ্যে চারজনই মেয়ে। সব থেকে ছোট ছেলের বয়স ৭ বছর। বাকি চার কন্যা সন্তানকেই বিষ খাইয়ে খুনের পরিকল্পনা করেছিল আমীনুদ্দিন। চার কন্যাসন্তান জন্ম দেওয়ার স্ত্রী সাইদাবানু সরদারকে বেধড়ক মারধর করতেন মাঝে মধ্যেই।
গত ১০ নভেম্বর চার কন্যাসন্তানকেই ঠান্ডা পানীয়ের সাথে বিষ খাইয়ে খুনের চেষ্টা করেছিলেন অমিনুদ্দিন। কিন্তু ছোট মেয়ে খাদিজা গন্ধের জন্য তা খায়নি। বাকিরা সকলেই ঠান্ডা পানীয় খেয়ে নেয়। এরপরেই অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে সাইদাবানু গ্রামের লোকদের সহযোগিতায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।
advertisement
তিনজনেরই শারীরিক অবস্থার অবনতি হয়। তাদের কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই গত কয়েকদিন চিকিৎসার পর বৃহস্পতিবার মৃত্যু হয় রাবেয়ার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অনুপ বিশ্বাস
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Father Kills Daughter: মর্মান্তিক পরিণতি! চার কন্যাসন্তানের পানীয়তে বিষ বাবার, ক্যানিংয়ে খুনের চেষ্টা!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement