Father Son: খেতে বসে বচসা, কুড়ুল নিয়ে ছেলের মুখে ও কপালে কোপ, বাবাই কাড়াল ছেলের প্রাণ
- Published by:Pooja Basu
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
আর্তনাদ শুনে প্রতিবেশীরা এসে সুজিত-কে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় সুজিত-এর।
বর্ধমান: অশান্তি চলছিল কয়েকদিন ধরেই। তার জেরে এবার ছেলেকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল বাবা। বাবার হাতে ছেলে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
কাজ থেকে ফিরে বাড়িতে খাবার থালা নিয়ে খেতে বসতেই ছেলের সঙ্গে বচসা জরায় বাবা। এরপর খাবার থালা ছুড়ে ফেলে দিতেই ছেলেকে কুড়ুলের কোপ মেরে রক্তাক্ত অবস্থায় পালায় বাবা।পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ছেলের। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে শক্তিগড় থানার পুলিশ। শক্তিগড় থানার কাশিয়ারার এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা চাঞ্চল্য ছড়ায়।
advertisement
advertisement
মৃতের নাম সুজিত সিং। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সাধন সিং ও তার ছেলে সুজিত সিং দু’জনেই ক্ষেতমজুর। প্রায়ই মদ খাওয়া নিয়ে সাধন সিং -এর সাথে অশান্তি হত ছেলে সুজিত সিং -এর। বুধবার সাধন সিং মাঠ থেকে এসে খেতে বসলে তাকে গালিগালাজ করতে থাকে ছেলে সুজিত। এমনকি সাধন সিং-এর ভাতের থালা ছুড়েও ফেলে দেয় বলেই অভিযোগ। এরপরই ঘরে থাকা একটি কুড়ুল নিয়ে সুজিত-এর মুখে ও কপালে কোপ মারে সাধন সিং এবং সে তাতে রক্তাক্ত অবস্থায় সুজিত লুটিয়ে পড়লে ঘর থেকে পালিয়ে যায় সাধন। আর্তনাদ শুনে প্রতিবেশীরা এসে সুজিত-কে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় সুজিত-এর।
advertisement
ঘটনায় শক্তিগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক প্রতিবেশী। অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়ারা গ্রাম থেকে সাধন সিং-কে গ্রেফতার করে পুলিশ।চারদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে আদালত।
advertisement
এলাকার বাসিন্দারা বলছেন, মদ খাওয়াকে কেন্দ্র করে প্রায়ই বাবা ও ছেলের মধ্যে অশান্তি হতো। আবার তা মিটেও যেত।কিন্তু তার পরিনতি যে এমনটা হবে তা কখনও ভাবতে পারিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2025 10:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Father Son: খেতে বসে বচসা, কুড়ুল নিয়ে ছেলের মুখে ও কপালে কোপ, বাবাই কাড়াল ছেলের প্রাণ