Father Killed Daughter: মা কাজে, হঠাৎ নিখোঁজ ১৬ দিনের মেয়ে! ধানজমি দেখিয়ে বাবা বলল...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Father Killed Daughter: পরপর দুই কন্যা সন্তান, ১৬ দিনের কন্যাসন্তানকে খুন করে ধানজমিতে পুঁতে রেখেছিল বাবা। উদ্ধার মৃতদেহ।
বাঁকুড়া: লক্ষ্মীপুজোর দিনই ধানজমি থেকে উদ্ধার হল মাত্র ষোলো দিন বয়সী এক কন্যা সন্তানের মৃতদেহ। পরপর দুই কন্যা সন্তানের জন্ম হওয়ায় দ্বিতীয় কন্যা সন্তানকে খুন করে ধানজমিতে পুঁতে রেখেছিল বাবা। কন্যা সন্তানের মা-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি বাবা আশ্বিনাথ সোরেনকে গ্রেফতার করেছে। ঘটনাটি বাঁকুড়ার ছাতনা থানার তুলসা গ্রামের। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে তুলসা গ্রামের বাসিন্দা আশ্বিনাথ সোরেন ও সোহাগী সোরেন-এর প্রথম কন্যা সন্তানের পর দ্বিতীয় কন্যা সন্তান জন্ম নেয় ১৬ দিন আগে। গত সোমবার বাড়িতে সদ্যোজাত সন্তানকে রেখে যখন মা সোহাগী সোরেন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন, সে সময় আচমকাই ১৬ দিনের ওই কন্যা সন্তান নিখোঁজ হয়ে যায়।
advertisement
advertisement
এরপরই মা সোহাগী সোরেন ছাতনা থানায় হাজির হয়ে নিখোঁজ ডায়েরি করেন। ঘটনার তদন্তে নেমে প্রথম থেকেই পুলিশের সন্দেহ হয় নিখোঁজ হওয়া কন্যা সন্তানের বাবা আশ্বিনাথ সোরেনকে। মঙ্গলবার ছাতনা থানার পুলিশ আশ্বিনাথ সোরেনকে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে আশ্বিনাথ সোরেন স্বীকার করে পরপর দুটি কন্যা সন্তান হওয়ায় দ্বিতীয় সন্তানকে নিজের হাতে প্রথমে কুয়োতে ফেলে খুন করে।
advertisement
পরে প্রমাণ লোপাটের জন্য মৃতদেহটি প্লাস্টিকে মুড়ে গ্রাম থেকে দু কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ধানজমিতে পুঁতে ফেলে। আশ্বিনাথের এই স্বীকারোক্তির পর ছাতনা থানার পুলিশ তাকে গ্রেফতার করে মঙ্গলবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করে। আদালত আশ্বিনাথকে চারদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। এরপর বুধবার আশ্বিনাথকে সঙ্গে নিয়ে ছাতনা থানার পুলিশ আজ তুলসা গ্রাম লাগোয়া ওই ধানজমিতে গিয়ে মৃত কন্যাসন্তানের মৃতদেহটি উদ্ধার করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2021 2:15 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Father Killed Daughter: মা কাজে, হঠাৎ নিখোঁজ ১৬ দিনের মেয়ে! ধানজমি দেখিয়ে বাবা বলল...