টাকা চেয়েও পায়নি, তাই গর্ভের সন্তানকে মেরে কবর দিলেন বাবা! ঘটনা শুনলে শিউরে উঠবেন

Last Updated:

সাত মাসের শিশু সন্তানকে গর্ভেই ওষুধ দিয়ে খুন করার পর গর্ভপাত করিয়ে সেই শিশুর মৃতদেহ কবরস্থ করার অভিযোগে। সেই ভিত্তিতেই এবার গ্রেফতার হলেন শিশুর বাবা।

.প্রতীকী ছবি
.প্রতীকী ছবি
হিঙ্গলগঞ্জ , অনুপম সাহা: সাত মাসের শিশু সন্তানকে গর্ভেই ওষুধ দিয়ে খুন করার পর গর্ভপাত করিয়ে সেই শিশুর মৃতদেহ কবরস্থ করার অভিযোগ উঠল। সেই ভিত্তিতেই এবার গ্রেফতার হলেন শিশুর বাবা।
অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে পাঁচ লক্ষ টাকার দাবি পূরণ না করায় এই ঘটনা। এমনটাই অভিযোগ করেন, মৃত গর্ভস্থ শিশুর মা। ঘটনাটি হিঙ্গলগঞ্জ থানার ভেটকিয়া গ্রামের। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃত শিশুর বাবা জামিরুল গাজীকে।
জানা গিয়েছে, রেশমা খাতুন এর সঙ্গে বিয়ে হয় জামিরুল গাজীর । বিয়ের সময়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা রেশমা খাতুন এর পরিবারের থেকে নেয় জামিরুল গাজী ।
advertisement
advertisement
এরপর আবার স্ত্রী রেশমা বিবির বাড়ি থেকে ৫ লক্ষ টাকার দাবি করে জামিরুল গাজী। বলা হয় সেই পাঁচ লক্ষ টাকা সে চাকরি পাওয়ার জন্য দেবে। কিন্তু রেশমার বাবা পাঁচ লক্ষ টাকা দিতে না পারলেও তিন লক্ষ ৬৫ হাজার টাকা দেয় জামাই জামিরুল গাজীকে ।
এরপর কিছুদিন চুপচাপ থাকে জামিরুল গাজী । অন্যদিকে, এরই মধ্যে তার স্ত্রী রেশমা বিবি গর্ভবতী হয়ে পড়েন। জামিরুল গাজী আবার টাকার দাবি শুরু করেন । কিন্তু রেশমা বিবির বাবা আর টাকা দিতে পারেন না । ফলে তার পাঁচ লক্ষ টাকা পূরণ হয়নি । সেই কারণে জামিরুল অত্যাচার শুরু করে স্ত্রী রেশমা বিবির প্রতি । গর্ভস্থ সন্তানের বয়স যখন সাত মাস অতিক্রান্ত তখন জোর করে ওষুধ খাইয়ে গর্ভেই সন্তানকে মেরে ফেলে জামিরুল ও তার পরিবার । তারপরে সেই মৃত সন্তানকে প্রসব করিয়ে বাড়ির পাশেই কবরস্থ করেন।
advertisement
এই নিয়ে রেশমা বিবি সুস্থ হওয়ার পর স্বামীর সঙ্গে তার সন্তান মৃত্যুর কারণ নিয়ে অশান্তি করতে থাকে। তখন জামিরুল এবং তার পরিবার রেশমাকে মারধর করে অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে ফেলে রেখে চলে যায় । এলাকার মানুষ উদ্ধার করে তার বাপের বাড়ির পরিবারের হাতে তুলে দেয় ।
এরপর রেশমা বিবি হিঙ্গলগঞ্জ থানায় পুরো ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেছে । অভিযোগের ভিত্তিতে জামিরুল গ্রেপ্তার হয়েছে এবং আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে পাশাপাশি সেই কবরস্থ সন্তানকেও যাতে তুলে ময়নাতদন্ত করা যায় এবং পুরো বিষয়টির তদন্ত করা যায় সে বিষয়েও আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টাকা চেয়েও পায়নি, তাই গর্ভের সন্তানকে মেরে কবর দিলেন বাবা! ঘটনা শুনলে শিউরে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement