Bangla News|| কন্যাসন্তান জন্ম দিয়ে বিপাকে মহিলা! স্বীকৃতি দিতে কী চাইলেন বাবা? জানলে আঁতকে উঠবেন

Last Updated:

Bangla News: কন্যা সন্তানের পরিচয় দিতে লাগবে দুই লক্ষ টাকা। সদ্যোজাতর বার্থ সার্টিফিকেট পেতে হাসপাতাল থেকে থানা দৌড়ে বেড়াচ্ছেন গর্ভধারিণী।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
নদিয়া: দু-লক্ষ টাকা দিলে তবেই কন্যা সন্তানের স্বীকৃতি দেবে জন্মদাতা বাবা! সদ্যোজাতর বার্থ সার্টিফিকেট পেতে হাসপাতাল থেকে থানা দৌড়ে বেড়াচ্ছেন গর্ভধারিণী। পুত্র সন্তান হলে এমন হতো কিনা তা জানা নেই। তবে কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় দিতে লাগবে দু-লক্ষ টাকা।
নদিয়ার হবিবপুর গাজীপুরের বাসিন্দা নবজাতকের পিতা ফারুক মণ্ডলের এমন দাবি। সদ্যোজাত কন্যার গর্ভধারিণী তাজমিরা বিবি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে পিতৃত্বের পরিচয় না দিতে পারায়, আজ এক বছর ধরে ঘুরছেন মেয়ের জন্ম সার্টিফিকেট পেতে। বাধ্য হয়ে আজ থানার শরণাপন্ন হয়েছেন তিনি। তাজমিরার মা আবেদা বিবি বলেন, অত্যন্ত অভাবী পরিবার তাদের কোনওরকম যৌতুক দিতে পারবেন না জেনে শুনেই বিপত্নিক ফারুক মণ্ডলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের পর থেকেই, কখনও সোনা গহনা কখনও নগদ অর্থের চাপ দিতে থাকে মেয়ের উপর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিক্ষক-শিক্ষিকারা কী পোশাকে স্কুলে যাবেন? কী পরতে পারবেন না? সাফ জানিয়ে দিল স্কুল শিক্ষা দফতর
তবে এত নীচু মন, নিজের জন্ম দেওয়া মেয়ের পরিচয় দিতেও টাকার দাবি। তাই বাধ্য হয়ে আজ মেয়েকে নিয়ে শান্তিপুর থানা দারস্থ হয়েছি। আমরা অত্যন্ত গরিব, টাকার যোগান কোনওভাবেই দেওয়া সম্ভব নয়। নাতনির জন্ম সার্টিফিকেট এবং মেয়েকে স্ত্রীর যথাযোগ্য মর্যাদা দিয়ে, জামাই ফারুক যাতে সংসার করে সে বিষয়ে প্রশাসন সহযোগিতা করুক।
advertisement
তাজমিরা বিবি বলেন, আগেও বেশ কয়েকবার টাকার দাবি করে শারীরিক অত্যাচার করার জন্য, শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। কিন্তু শ্বশুরমশাই হালিম মণ্ডল, অথবা স্বামী ফারুক মণ্ডল শান্তিপুর থানায় মীমাংসার জন্য আসেনি, বরং আমাকে মৃত্যু হুমকি দেখিয়েছে। তারা বলে, যা কথা হবে কোর্টে হবে থানায় আসার কোনও প্রয়োজন নেই। অন্যদিকে হাসপাতাল থেকে পিতৃপরিচয় ছাড়া জন্ম সার্টিফিকেট দিতে চাইছে না।
advertisement
যদিও এ বিষয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারেন্টেন্ড ডক্টর তারক বর্মন বলেন, যেহেতু ছুটির সময় বাবার স্বাক্ষর ছিল, তাই বাবার প্রমাণপত্র প্রয়োজন। তবে এ ক্ষেত্রে তাদের সম্পর্কের অবনতি হওয়ার কারণে জেলা স্বাস্থ্য দফতরে যোগাযোগ করে তার মায়ের পরিচয় নবজাতকের জন্ম সার্টিফিকেট পেতে পারেন।
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| কন্যাসন্তান জন্ম দিয়ে বিপাকে মহিলা! স্বীকৃতি দিতে কী চাইলেন বাবা? জানলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement