Organic Fertilizer: জৈব সারের ব্যবহার বাড়াতে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Organic Fertilizer: প্রশিক্ষণ শিবিরে আরও একটি আকর্ষণীয় জিনিস কৃষকদের শেখানো হয়েছে। তা হল মাটি পরীক্ষা করে ফসল উৎপাদনের পদ্ধতি। এই নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়
দক্ষিণ ২৪ পরগনা: কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের হাতে কলমে প্রশিক্ষণ শিবির হয়ে গেল সুন্দরবনে। এখানকার শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এই কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে কীভাবে বিজ্ঞানসম্মতভাবে চাষ করে চাষিরা লাভবান হবেন তা শেখানো হয়। পাশাপাশি রাসায়নিক সার প্রয়োগ না করে জৈব সার ব্যবহারের মাধ্যমে উন্নত মানের ফলন পাওয়া ফসলের পরিমাণ বৃদ্ধি করার উপায় গুলিও কৃষকদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়।
এই প্রশিক্ষণ শিবিরে আরও একটি আকর্ষণীয় জিনিস কৃষকদের শেখানো হয়েছে। তা হল মাটি পরীক্ষা করে ফসল উৎপাদনের পদ্ধতি। এই নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়। জয়নগর-২ ব্লকের কৃষি দফতরের ব্যবস্থাপনায় নলগোঁড়া অঞ্চলের সোনাটিকারি গ্রামে অনুষ্ঠিত হল একদিনের এই আত্মা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ শিবির ও কর্মশালা।
advertisement
advertisement
গ্রাম বাংলার মানুষ আজও কৃষির উপর নির্ভরশীল। সেই তাঁদের আয়ের সুযোগ বৃদ্ধির পাশাপাশি কীভাবে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে ফসল উৎপাদন করবেন সেটা শেখানোই ছিল এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। জয়নগর-২ ব্লকের কৃষি অধিকর্তার ব্যবস্থাপনায় ও মথুরাপুর-১ ব্লকের সহ কৃষি অধিকর্তার পরিচালনায় নলগোঁড়া অঞ্চলের সোনাটিকারি গ্রামে ২৫ জন আত্মা প্রকল্পের চাষিদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরটি আয়োজিত হয়। আগামী দিনে আরও এমন কর্মশালা আয়োজিত হবে বলে জানা গিয়েছে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2024 9:05 PM IST