হোম /খবর /হুগলি /
তরমুজ চাষ করে বিপুল লাভের সম্ভাবনা, দেখে নিন আপনিও লাভবান হতে পারে

Hooghly news: তরমুজ চাষ করে বিপুল লাভের সম্ভাবনা, দেখে নিন আপনিও লাভবান হতে পারে

X
title=

তরমুজ এমন একটি ফসল যা চাষিরা সরাসরি নিজেদের মাঠ থেকেই বিক্রি করে দেন আরতদারদের হাতে। যার ফলে কাঁচা টাকাও উপার্জনের ফলে লাভের অঙ্ক বেশি থাকে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

হুগলি: গ্রীষ্মকালীন ফসল হিসাবে তরমুজের চাহিদা থাকে বাজারে। বিশেষ করে রমজান থাকার দরুন তরমুজের চাহিদা তৈরি হয়। এবং তরমুজ এমন একটি ফসল যা চাষিরা সরাসরি নিজেদের মাঠ থেকেই বিক্রি করে দেন আরতদারদের হাতে। যার ফলে কাঁচা টাকাও উপার্জনের ফলে লাভের অঙ্ক বেশি থাকে। তাই তরমুজ বিঘার পর বিঘা তরমুজ চাষ করছেন চাষিরা।

হুগলির ধোনেখালিতে চাষিরা নতুন করে চাষ করছে তরমুজের। এই বছর প্রায় ১৫ থেকে ২০ বিঘা জমিতে চাষ হচ্ছে তরমুজ। এক বিঘা থেকে ১৫ থেকে ২০ টন তরমুজ উৎপাদন করেন জেলার চাষিরা।

তরমুজের চারা লাগানো থাকে ফসল উৎপাদন পর্যন্ত ৭০ থেকে ৮০ দিন মোট সময় লাগে।হাতে না হাতে কাঁচা টাকা অর্জনের জন্য তরমুজ চাষ সব লাভ দায়ক।

জেলার এক তরমুজ চাষি বলেন, নতুন করে ধোনেখালি তে চাষিরা তরমুজ চাষের প্রতি আগ্রহ বাড়াচ্ছে। গ্রীষ্মকালীন ফল হিসেবে তরমুজের জুড়ি মেলা ভার। উপরন্তু রমজান মাস থাকার দরুন বাজারে তরমুজের চাহিদা তৈরি হয়। রমজান মাস কেটে গেলে জ্যৈষ্ঠের গরমে নতুন করে বাজারে তরমুজ প্রয়োজন পড়ে সেই তরমুজের যোগান দেওয়ার জন্য জেলার চাষিরা চাষ করতে শুরু করেছেন তরমুজের।

রাহী হালদার

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Agriculture, Watermelon Farming