এই স্কিমে ডবল হবে টাকা !

পোস্ট অফিসই সম্ভবত একমাত্র জায়গা যেখানে গ্যারান্টি সহযোগে টাকা দ্বিগুণ যায় ৷

পোস্ট অফিসের মতো সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও টাকা মার যাবে না। 

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্রের মতো ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হার তুলনামূলকভাবে বেশি। 

কিষাণ বিকাশ পত্রের মতো স্কিমগুলো ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের চেয়ে লাভজনক।

এই স্কিমে এখনও ১২৪ মাসের মেয়াদে টাকা দ্বিগুণ করা যায়।

বর্তমানে এর সময়কাল ১২৪ মাস করা হয়েছে।

সুদের ৬.৯ শতাংশ। 

নতুন মেয়াদে ১২৪ মাস অর্থাৎ ১০ বছর এবং চার মাসের সমান। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন