Farakka Thermal Power Station: সম্পূর্ণ দূষণমুক্ত হওয়ার পথে ফরাক্কা, আধুনিক চিমনি বসাচ্ছে এনটিপিসি

Last Updated:

Farakka Thermal Power Station: আগামী দিনে দূষণের পরিমাণ শূন্য শতাংশে নামিয়ে আনতে এনটিপিসি ফরাক্কায় প্রায় ১৩০০ কোটি টাকা ব্যয় করে তিনটে অত্যাধুনিক চিমনি বসানোর সিদ্ধান্ত নিয়েছে

+
ফরাক্কা

ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্র 

মুর্শিদাবাদ: এনটিপিসি’র ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খন্ড ও বিহারের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ, ২১০০ মেগাওয়াট এই বিদ্যুৎ প্রকল্প থেকে এলাকায় দূষণ ছড়াচ্ছে। অবশেষে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ, এবার সম্পূর্ণ দূষণমুক্ত হতে চলেছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র।
আগামী দিনে দূষণের পরিমাণ শূন্য শতাংশে নামিয়ে আনতে এনটিপিসি ফরাক্কায় প্রায় ১৩০০ কোটি টাকা ব্যয় করে তিনটে অত্যাধুনিক চিমনি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ফরাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন হল মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে অবস্থিত। এটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটি ১৯৮৬ সালে চালু হয়। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২,১০০ মেগাওয়াট। এনটিপিসি দ্বারা এটি বিদ্যুৎকেন্দ্রটি পরিচালিত হয়। এখানে মোট ৬ টি ইউনিট রয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, ২০২০ সাল থেকে তিনটে চিমনি শুরু হয়েছিল এবং ২০২৬ সালে জুন মাসের মধ্যে কাজ শেষ হবে বলে এনটিপিসি’র দাবি। বর্তমানে স্টেজে ১, ২ ও ৩ তিনটে চিমনির মাধ্যমে যে ২১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় সেই সমস্ত দূষণ এই নতুন চিমনির মাধ্যম দিয়ে ফিল্টার করে ছাড়া হবে। এর ফলে আগামী দিনে ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ দূষণমুক্ত হয়ে উঠবে বলে দাবি।
advertisement
এনটিপিসির সিজিএম রমাকান্ত পান্ডা সাংবাদিক বৈঠকে জানান, ২০২৬ সালের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। এর ফলে আশেপাশের এলাকার বায়ুর মান অনেকটাই উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farakka Thermal Power Station: সম্পূর্ণ দূষণমুক্ত হওয়ার পথে ফরাক্কা, আধুনিক চিমনি বসাচ্ছে এনটিপিসি
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement