Train accident: ফরাক্কায় বিচ্ছিন্ন চলন্ত ট্রেনের বগি! অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Train accident: ফের বড়সড় রেল দূর্ঘটনা থেকে রক্ষা পেল ভারতীয় রেল। জানা গিয়েছে, রেললাইন দিয়ে চলতে চলতে হঠাৎ কিছু কামরা বিচ্ছিন্ন হয়ে যায় একটি চলন্ত মালগাড়ির।
মুর্শিদাবাদ: ফের বড়সড় রেল দূর্ঘটনা থেকে রক্ষা পেল ভারতীয় রেল। জানা গিয়েছে, রেললাইন দিয়ে চলতে চলতে হঠাৎ কিছু কামরা বিচ্ছিন্ন হয়ে যায় একটি চলন্ত মালগাড়ির। যদিও বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় মালগাড়িটি। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। হঠাৎ করেই ইঞ্জিনের দিকে অংশ কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পিছনে পড়ে থেকে যায় আরও বেশ কিছু বগি। যদিও রেললাইনের ওপরেই দাঁড়িয়েছিল সেই বগিগুলি। ফলে কোনও রকমে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা। তারপরে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
advertisement
advertisement
রেলের উচ্চপদস্থ আধিকারিকরা জানান, কীভাবে এই মালগাড়ি থেকে বগিগুলো আলাদা হল তা খতিয়ে দেখা হবে। তবে বেশ কিছুক্ষণ ধরে গুরুত্বপূর্ণ এই লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল।
গত চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বিহারেও রেল দুর্ঘটনার কবলে পড়ে ট্রেন। জানা গিয়েছে, শনিবার রাতে বিহারের মুজাফ্ফরপুর থেকে ছাড়ছিল পুণে স্পেশাল ট্রেনের। তার আগেই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ইঞ্জিনটি। মুজাফ্ফরপুর রেল স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন রেল আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2024 12:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train accident: ফরাক্কায় বিচ্ছিন্ন চলন্ত ট্রেনের বগি! অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা