Khardah: চরম অমানবিক কাণ্ড, খড়দহে ক্যানসার আক্রান্ত তরুণীর দেহ ফেলে পালাল দাদা বৌদি!

Last Updated:

Khardah- মৃত্যুর খবর শোনা মাত্র বাড়িতে তালা দিয়ে পালাল দাদা-বৌদি। দাহকার্যে প্রয়োজনীয় নথিপত্রের অভাবেই ৬ ঘণ্টা বাড়ির সামনে রাস্তায় পড়ে রইল মৃতদেহ। অবশেষে পুলিসের হস্তক্ষেপে বন্ধুরাই করল মৃত তরুণীর শেষকৃত্য।

প্রতীকী চিত্র 
প্রতীকী চিত্র 
উত্তর ২৪ পরগনা: চরম অমানবিক ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ। ক্যানসার আক্রান্ত শিক্ষিকার মৃতদেহ নিতে অস্বীকার পরিবারের।
মৃত্যুর খবর শোনা মাত্র বাড়িতে তালা দিয়ে পালাল দাদা-বৌদি। দাহকার্যে প্রয়োজনীয় নথিপত্রের অভাবেই ৬ ঘণ্টা বাড়ির সামনে রাস্তায় পড়ে রইল মৃতদেহ। অবশেষে পুলিসের হস্তক্ষেপে বন্ধুরাই করল মৃত তরুণীর শেষকৃত্য।
খড়দহ পুরসভার ১২ নম্বর ওয়ার্ড পূর্বাচল এলাকায় দাদা-বউদির সঙ্গে নিজের বাড়িতে থাকতেন বছর ৩৪ এর সায়ন্তি দাস। তিনি খড়দহে এক ইংরেজি মাধ্যম স্কুলের লাইব্রেরিয়ান ছিলেন। ক্যানসার আক্রান্ত হওয়ায় সম্প্রতি তাঁর শরীর খারাপ এর কারণে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় সায়ন্তির।
advertisement
advertisement
আরও পড়ুন- ৫৮৩ জনের মৃত্যু! এমন ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা আর হয়নি! পাইলটের ‘শেষ কথা’ কাঁদিয়ে দেবে…
পরিস্থিতি এমনই ছিল যে সেই সময় হাসপাতালেও ছিল না পরিবারের কেউ। সায়ন্তির বন্ধুরাই তাঁর মৃত্যুর খবর দাদা-বৌদিকে জানায়। আর সেই খবর পাওয়া মাত্রই বাড়িতে তালা দিয়ে উধাও হয়ে যায় দাদা-বৌদি, এমনটাই দাবি বন্ধু ও স্থানীয়দের।
advertisement
প্রতিবেশীরা জানান, সম্পত্তি নিয়ে দাদা-বৌদির সঙ্গে বিবাদ লেগেই থাকত সায়ন্তির। তার জেরেই সায়ন্তিকে বাড়ি থেকে বের করে দেয় দাদা-বৌদি। বাড়িছাড়া হয়ে ক্যানসার রোগী সায়ন্তি শেষপর্যন্ত আশ্রয় নেন বন্ধুদের কাছে। শেষ পর্যন্ত পুলিসের সহযাগিতায় সায়ন্তির শেষকৃত্য সম্পন্ন হয়।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khardah: চরম অমানবিক কাণ্ড, খড়দহে ক্যানসার আক্রান্ত তরুণীর দেহ ফেলে পালাল দাদা বৌদি!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement