West Bengal News|| আড়াই বছরের মেয়ের সামনেই ঝগড়া চলছিল স্বামী-স্ত্রীর! আচমকা যে ভয়াবহ কাণ্ড ঘটে গেল!

Last Updated:

Tragic Incident in Bishnupur: আসলাম শেখের সঙ্গে সরমিনার বিয়ে হয় বছর চারেক আগে। আড়াই বছরের কন্যা সন্তান রয়েছে তাঁদের।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#বিষ্ণুপুর: বিষ্ণুপুরে স্ত্রীর গায়ে তেল ঢেলে পুড়িয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত নহাজারি আমরাবুরে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আসলাম শেখের সঙ্গে সরমিনার বিয়ে হয় বছর চারেক আগে। আড়াই বছরের কন্যা সন্তান রয়েছে তাঁদের। কিন্তু বিয়ের বেশ কিছুদিন কাটার পরই শুরু হয় স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি। গত ৩১ জানুয়ারি সোমবার বিকালেও স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। স্বামী আসলাম সেই সময়ে সরমিনা বিবির গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ পরিবারের।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন লেগে যাওয়ার পরে সরমিনা চিৎকার করতে শুরু করেন বাঁচানোর জন্য। এরপর সরমিনার পরিবার প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে। অ্যাম্বুল্যান্সে করে তাঁকে প্রথমে সামালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাঁকে স্থানান্তরিত করে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। পরে পার্কসার্কাসের চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও ভর্তি নেওয়া হয়নি। ফলে শেষে মহেশতলার বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা যাওয়া হলে তারপর চিকিৎসা শুরু হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন: 'টুম্পা সোনা'র পর 'কমলা', CPIM-এর নয়া প্যারোডিতে বুঁদ নতুন প্রজন্ম, তুমুল ভাইরাল...
ঘটনার ১১ দিনের মধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মহেশতলার বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় সরমিনা বিবির। মহেশতলা থানার পুলিশ বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় মৃতদেহ। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ জানিয়েছে অই বধূর পরিবার। স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News|| আড়াই বছরের মেয়ের সামনেই ঝগড়া চলছিল স্বামী-স্ত্রীর! আচমকা যে ভয়াবহ কাণ্ড ঘটে গেল!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement