Falaknuma Express avoids major accident: চলন্ত ট্রেন থেকে খুলে গেল তিনটি কামরা! বড় দুর্ঘটনা থেকে রক্ষা ফলকনুমার

Last Updated:

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেকেন্দ্রাবাদ থেকে হাওড়াগামী ট্রেনটি এ দিন যখন বেলদা স্টেশনের কাছাকাছি ছিল, তখনই বিপত্তি ঘটে (Falaknuma Express avoids major accident)৷

পড়ে রয়েছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া 
ফলকনুমা এক্সপ্রেসের কামরা৷
পড়ে রয়েছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ফলকনুমা এক্সপ্রেসের কামরা৷
#বেলদা: বড়সড় দুর্ঘনার হাত থেকে রক্ষা পেলেন হাওড়া গামী ডাউন ফলকনুমা এক্সপ্রেসের যাত্রীরা (Falaknuma Express)৷ এ দিন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipore) বেলদা স্টেশনের কাছে কাপলিং ভেঙে চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ফলকনুমা এক্সপ্রেসের তিনটি কামরা৷ বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর ট্রেনটিকে দাঁড় করান চালক৷ এর পর ফের ট্রেন ফিরিয়ে নিয়ে এসে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিনটি কামরাকে জোড়া হয়৷
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেকেন্দ্রাবাদ থেকে হাওড়াগামী ট্রেনটি এ দিন যখন বেলদা স্টেশনের কাছাকাছি ছিল, তখনই বিপত্তি ঘটে৷ চলন্ত ট্রেন থেকেই বিচ্ছিন্ন হয়ে যায় একটি বাতানুকুল এবং দু'টি সাধারণ কামরা৷ বাকি বাইশটি কামরা নিয়ে প্রায় এক কিলোমিটার এগিয়ে যায় ইঞ্জিন৷ শেষ পর্যন্ত আপতকালীন ব্রেক কষে ট্রেন থামান চালক৷ ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা৷ ইঞ্জিন সমেত বাকি ট্রেনকে ফিরিয়ে এনে তিনটি কামরাকেফের জুড়ে দেওয়া হয়৷ এর পর খড়্গপুরের দিকে রওনা হয় ট্রেনটি৷
advertisement
advertisement
ঘটনার জেরে প্রায় ৪৫ মিনিট আটকে থাকে ফলকনুমা এক্সপ্রেস৷ হাওড়াগামী ট্রেনটির এই বিপত্তির কারণে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়৷ যার ফলে আটকে পড়ে অন্যান্য ট্রেনও৷
ট্রেনের গার্ড জনার্দন দাস বলেন, 'কীভাবে কাপলিং খুলে গেল বলতে পারব না৷ সেটা মেকানিক্যাল বিভাগ বলতে পারবে৷ তবে কাপলিং জুড়ে দেওয়া হয়েছে, এখন সব ঠিক আছে৷' ঘটনার জেরে ট্রেনের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ এই বিপত্তির জন্য রেলের গাফিলতির দিকেই আঙুল তুলছেন যাত্রীরা৷ প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে তমলুকের কাছেও একই ভাবে একটি মালগাড়ির কয়েকটি বগি চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল৷
advertisement
Shankar Rai
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Falaknuma Express avoids major accident: চলন্ত ট্রেন থেকে খুলে গেল তিনটি কামরা! বড় দুর্ঘটনা থেকে রক্ষা ফলকনুমার
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement