Fake Notes: সামনে সাংবাদিক, আর আড়ালে...বসিরহাটে এই ব্যক্তি কাজ দেখে চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

Fake Notes: পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরে এই ব্যক্তি বসিরহাট সহ বিভিন্ন এলাকায় ভারতীয় জাল নোটের কারবার করছিল।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
অনুপম সাহা, বসিরহাট: ভুয়ো সাংবাদিক পরিচয় দিয়ে জাল নোটের কারবার। ধৃত গৌতম বসু নামে এক ব্যক্তি। উদ্ধার একটি PRESS লেখা ফোর হুইলার গাড়ি। পাঁচটি ২০০০ টাকার জাল নোট, টাকার মাপে কাটা কিছু কাগজের বান্ডিল। একটি সাংবাদিকের ভুয়ো পরিচয় পত্র, আধার কার্ড, আই কার্ড। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার সীমান্ত লাগাওয়া কামারডাঙ্গা মোড় এলাকা থেকে গ্রেফতার ।
পুলিশ সূত্রে খবর_বেশ কিছুদিন ধরে এই ব্যক্তি বসিরহাট সহ বিভিন্ন এলাকায় ভারতীয় জাল নোটের কারবার করছিল। এবং পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য একটি PRESS লেখা ফোর হুইলার গাড়ি ব্যবহার করছিল। এবং সঙ্গে একটি ভুয়ো সাংবাদিকের পরিচয় পত্র রেখেছিলেন। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ কামারডাঙ্গা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
advertisement
advertisement
তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০০ টাকার পাঁচটি জাল নোট, জাল নোট ছাপানোর বেশকিছু কাগজের বান্ডিল, একটি ভুয়ো সাংবাদিক পরিচয়পত্র ও PRESS লেখা একটি ফোর হুইলার গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ।
advertisement
আজ তাকে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Notes: সামনে সাংবাদিক, আর আড়ালে...বসিরহাটে এই ব্যক্তি কাজ দেখে চক্ষু চড়কগাছ পুলিশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement