Malda News: সন্দেহজনক ভাবে ঘুরছিল দুই যুবক... 'তোমরা কারা?' জিজ্ঞাসা করতেই পাওয়া গেল সাংঘাতিক জিনিস! পুলিশও অবাক

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মোটরবাইকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় জাল নোট। বাজেয়াপ্ত করা হয়েছে সঙ্গে থাকা মোটরবাইক।

Representative Image
Representative Image
ঝন্টু মন্ডল, কালিয়াচক: ফের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার মালদহে। প্রায় তিন লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার তিন পাচারকারী। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার ২ লক্ষ ৯১ হাজার টাকার জাল নোট। উদ্ধার হওয়ার টাকার সবই পাঁচশো-র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মোটরবাইকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় জাল নোট। বাজেয়াপ্ত করা হয়েছে সঙ্গে থাকা মোটরবাইক। ধৃত আরমান শেখ, বৈষ্ণবনগরের চীনা বাজারের বাসিন্দা। মোবারক শেখের বাড়ি বৈষ্ণবনগরের জলাদিটোলা এলাকায়। আরেকজন, মহম্মদ ওয়াসিম কালিয়াচক থানার চরি অনন্তপুরের কামাত এলাকার বাসিন্দা। ধৃতদের মঙ্গলবার মালদহ জেলা আদালতে তোলে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
গতকালই জাল লটারি টিকিট বিক্রি করতে এসে হাতে হাতে ধরা পড়ে দুই ‘প্রতারক’। পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুইজনকে। জানা গিয়েছে, এদিন দুই ব্যক্তি কিছু লটারির টিকিট নিয়ে ওদলাবাড়ির টাউনশিপ এলাকার একটা লটারি বিক্রেতার কাছে আসে। টিকিটগুলি দেখে সন্দেহ হয় সেই লটারি বিক্রেতার। তাঁকে দোকান মালিক জিজ্ঞাসাবাদ করলে কথায় অসংগতি মেলে। অবস্থা বেগতিক বুঝে ওই দুই ব্যক্তি সেখান থেকে চম্পট দেয়। পিছু নিয়ে তাদের আটক করে ওই লটারি বিক্রেতা ছেলে এবং স্থানীয়রা।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Malda News: সন্দেহজনক ভাবে ঘুরছিল দুই যুবক... 'তোমরা কারা?' জিজ্ঞাসা করতেই পাওয়া গেল সাংঘাতিক জিনিস! পুলিশও অবাক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement