তেঁতুলিয়া বাসস্ট্যান্ডে পুলিশের জালে সন্দেহভাজন! তল্লাশি চালাতেই বেরিয়ে এল চমকে দেওয়ার মত জিনিস
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ১৬ হাজার ৫০০ টাকার জাল ভারতীয় নোট। সব নোট গুলিই ছিল ৫০০ টাকার নকল নোট।
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা : জাল নোট সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়েছে। বসিরহাটের স্বরূপনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। জানা গিয়েছে, তেঁতুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বসিরহাট-স্বরূপনগর রোডে টহল দিচ্ছিল পুলিশ। সেই সময় তেঁতুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন পুলিশ কর্মীরা। তার চলাফেরা দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। তারপরেই স্বরূপনগর থানার ওসি অরিন্দম হালদারের নেতৃত্বাধীন পুলিশ তাকে আটক করে। এরপর তল্লাশি চালাতেই কয়েক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে ধৃতের কাছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ১৬ হাজার ৫০০ টাকার জাল ভারতীয় নোট। সব নোট গুলিই ছিল ৫০০ টাকার নকল নোট। জাল নোট উদ্ধার করার পরে অভিযুক্তকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। ধৃতের নাম এসারুল মোল্লা। সে বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকন্দা এলাকার বাসিন্দা বলে খবর।
advertisement
আরও পড়ুন : মহিলাদের নিরাপত্তায় আলাদা টিম, অতিরিক্ত ফোর্স নামছে! দুর্গাপুজোকে ঘিরে কোতুলপুরে কড়া নিরাপত্তা
এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক জাল নোট পাচার চক্রের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কোথা থেকে এতগুলি জাল নোট ধৃতের কাছে এল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, কী উদ্দেশ্যে ওই জাল নোট নিয়ে ধৃত ঘোরাফেরা করছিল, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 4:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তেঁতুলিয়া বাসস্ট্যান্ডে পুলিশের জালে সন্দেহভাজন! তল্লাশি চালাতেই বেরিয়ে এল চমকে দেওয়ার মত জিনিস