বাবার কেনা দোকানে ব্যবসা করছিল ছেলে… কিন্তু হঠাৎ আদালতের এক নির্দেশে সব ওলটপালট

Last Updated:

ছেলের বাবা-মাকে খোরপোষ দেওয়ার টাকা নেই। আদালতের নির্দেশে বাবার দোকানে চালানো ছেলের ব্যবসা ফাঁকা করে দিল প্রশাসন।

খালি করা হচ্ছে দোকান।
খালি করা হচ্ছে দোকান।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার : হাতে সোনার আঙটি। বাবার কেনা দোকানে রমরমিয়ে ব্যবসা করেন ছেলে। কিন্তু সেই গুনধর ছেলের বাবা-মাকে খোরপোষ দেওয়ার টাকা নেই। অবশেষে আদালতের নির্দেশে বাবার সেই দোকান ফাঁকা করে দিল প্রশাসন। এসডিও কোর্টের নির্দেশে ছেলের ব্যবসার সব জিনিসপত্র দোকান থেকে বের করে দিল প্রশাসন।
আলিপুরদুয়ার শহরে নিউটাউনে স্যানিটারি সামগ্রীর দোকান করতেন বলাইমোর এলাকার বাসিন্দা পার্থ প্রতিম সাহা। তিনি  যে দোকানে এই ব্যবসা করতেন, সেটি তাঁর বাবা বিরেন্দ্র কুমার সাহার কেনা দোকান। কিন্তু দীর্ঘ দুই বছর থেকে বাবা ও মাকে খোরপোষ বাবদ তিনি কোন টাকা দিচ্ছিলেন না বলে এসডিও কোর্টে হাজির হয়েছিলেন বাবা। অবশেষে আদালত নির্দেশ দেয়, বাবার দোকান ফাঁকা করে দিতে হবে ছেলেকে। কিন্তু তাতেও ছেলে রাজি না হওয়ায় এদিন মহকুমা শাসকের নেতৃত্বে পুলিশ ও প্রশাসন দোকান ফাঁকা করে দিয়েছে। দোকানের সব মালপত্র বাইরে বের করে দেওয়া হয়েছে বলে খবর।
advertisement
advertisement
এদিন ছেলে পার্থ প্রতিম সাহা বলেন, আমি বাবা মাকে আমাদের সঙ্গে থাকতে বলেছিলাম। কিন্তু বাবা তাতে রাজি নন। উনি আলাদা থাকবেন এবং আমার কাছ থেকে খোরপোষের টাকা নেবেন। কিন্তু আমার ব্যবসা খারাপ চলায় আমি টাকা দিতে পারতাম না। এই অসুবিধের কথাটা বাবাকে জানিয়েছিলাম। বাবা হিসেবেই তা বলেছিলাম। কিন্তু বাবা শুনতে চাননি। আমার দোকান খালি করে দিয়ে গেল। এখন আমার মরে যাওয়া ছাড়া আর অন্য কোনও উপায় নেই।
advertisement
আরও পড়ুন : ছুটতে হবে না গুজরাত! এবার বাংলার বুকেই হাটকেশ্বর মহাদেব মন্দির, কোথায় তৈরি হচ্ছে?
এদিকে ষাটোর্ধ বাবা বিরেন্দ্র কুমার সাহা বলেন, আমার দোকান। আমি কিনেছি। ছেলে টাকা না দিলে আমি নিজেই এখানে ব্যবসা করব। চায়ের দোকান করব। দীর্ঘ দুই বছর ধরে আমাকে খোরপোষ দেয় না। অবশেষে আমি ডিএম, এসডিও কোর্টে হাজির হয়ে সমস্যা সমাধান করলাম।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাবার কেনা দোকানে ব্যবসা করছিল ছেলে… কিন্তু হঠাৎ আদালতের এক নির্দেশে সব ওলটপালট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement