#কলকাতা: নিছক ফেসবুকে আলাপের জেরে বন্ধুত্ব করার মাসুল দিল যুবক। যৌন সম্পর্কে রাজি না হওয়ায় যুবকের মলদ্বারে কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ফেসবুক ফ্রেন্ডের বিরুদ্ধে ৷ দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের সঞ্জয় মন্ডলকে হুগলির ব্যান্ডেলে ডেকে পাঠায় ফেসবুকের বন্ধু রিক সরকার।
প্রথমে দেখা করার জন্য ডেকে পাঠিয়ে পরে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব ৷ তাতে রাজি না হওয়াতে পাশবিক অত্যাচারের শিকার হতে হল যুবককে ৷ অভিযোগ, ব্যান্ডেল স্টেশনের কাছে একটি গলিতে সঞ্জয়কে টেনে নিয়ে যায় ফেসবুকের বন্ধু রিক ৷ তারপর তাকে রাগে মারধর করে রিক৷এতেই শেষ নয়, চুল কেটে, উপড়ে নেওয়া হয় ভুরু৷ রাগে সঞ্জয়ের মলদ্বারে কাঠের টুকরো ঢুকিয়ে দেয় রিক ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook Friend, Rectum, Sexual Relationship consent, Sexual Torture