হোম /খবর /দক্ষিণবঙ্গ /
যৌনতায় রাজি নয়, যুবকের মলদ্বারে ঢুকিয়ে দেওয়া হল কাঠের টুকরো

যৌনতায় রাজি নয়, যুবকের মলদ্বারে ঢুকিয়ে দেওয়া হল কাঠের টুকরো, ফেসবুক বন্ধুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

নিছক ফেসবুকে আলাপের জেরে বন্ধুত্ব করার মাসুল দিল যুবক

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: নিছক ফেসবুকে আলাপের জেরে বন্ধুত্ব করার মাসুল দিল যুবক। যৌন সম্পর্কে রাজি না হওয়ায় যুবকের মলদ্বারে কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ফেসবুক ফ্রেন্ডের বিরুদ্ধে ৷ দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের সঞ্জয় মন্ডলকে হুগলির ব্যান্ডেলে ডেকে পাঠায় ফেসবুকের বন্ধু রিক সরকার।

প্রথমে দেখা করার জন্য ডেকে পাঠিয়ে পরে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব ৷ তাতে রাজি না হওয়াতে পাশবিক অত্যাচারের শিকার হতে হল যুবককে ৷ অভিযোগ, ব্যান্ডেল স্টেশনের কাছে একটি গলিতে সঞ্জয়কে টেনে নিয়ে যায় ফেসবুকের বন্ধু রিক ৷ তারপর তাকে রাগে মারধর করে রিক৷এতেই শেষ নয়, চুল কেটে, উপড়ে নেওয়া হয় ভুরু৷ রাগে সঞ্জয়ের মলদ্বারে কাঠের টুকরো ঢুকিয়ে দেয় রিক ৷কোনওক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে রক্তাক্ত অবস্থায় নির্যাতিত সঞ্জয় হাসপাতালে গিয়ে পৌঁছায় ৷ সেখান থেকেই খবর পান পরিবারের সদস্যরা ৷ পরে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে সঞ্জয়ের পরিবার ৷
Published by:Elina Datta
First published:

Tags: Facebook Friend, Rectum, Sexual Relationship consent, Sexual Torture