ভোটের মুখে আমডাঙায় উদ্ধার ৭৬টি তাজা বোমা
Last Updated:
#আমডাঙা: ভোটের আগে উত্তপ্ত আমডাঙা ৷ সোমবার রাতে তাড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোত্তেরবিল বিল এলাকা থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক ৷ ৭৬টি তাজা বোমা বাজেয়াপ্ত করেছে আমডাঙা থানার পুলিশ ৷ সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
পঞ্চায়েত নির্বাচনের সময় বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল আমডাঙা ৷ ভোটের মুখে শাসক এবং বিরোধী দলের নেতা কর্মীদের খুন করার অভিযোগও উঠেছিল ৷ ফের লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে আসতেই পরপর তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আমডাঙায় ৷
পুলিশ সূত্রে খবর, গত ১ সপ্তাহে মোট ১৫০ টি বোমা উদ্ধার হয়েছে ৷ তাড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোত্তেরবিল এলাকা থেকে দু’টি ড্রাম ও দু’টি বস্তু মিলিয়ে ৭৬ টি তাজা বোমা উদ্ধার হয়েছে ৷ এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে ৷ সেটি খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য থানায় আনা হয়েছে বোমাগুলি ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2019 1:12 PM IST