Jangalmahal Rail Track Explosion: রেল লাইনে হঠাৎ বিকট শব্দ, শিলাই হল্টের কাছে থমকে দাঁড়াল রাজধানী এক্সপ্রেস! জঙ্গলমহলে ফিরে এল পুরনো আতঙ্ক?

Last Updated:

এই ঘটনার পরই সতর্কতা হিসেবে সাময়িক ভাবে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ৷

ঘটনাস্থলে রেল লাইনের পরিস্থিতি৷ (ডান দিকে)
ঘটনাস্থলে রেল লাইনের পরিস্থিতি৷ (ডান দিকে)
শোভন দাস, গড়বেতা: মাওবাদীদের ডাকা বনধের দিনেই ফের জঙ্গলমহলে মাথাচাড়া দিল মাওবাদী আতঙ্ক৷ অল্পের জন্য বিপত্তির হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস৷ যদিও রেলের পক্ষ থেকে এখনও এই ঘটনাকে খুব গুরুতর কিছু বলে স্বীকার করা হচ্ছে না৷ তবে ঘটনার পর থেকেই জঙ্গলমহলে রেলপথের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে৷ বাডা়নো হয়েছে নজরদারি৷
রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে৷ জানা গিয়েছে, সেই সময় ওই রেল লাইন ধরে যাচ্ছিল ভুবনেশ্বর থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস৷ আচমকাই শিলাই হল্ট স্টেশনের কাছে বিকট শব্দ শুনে দাঁড়িয়ে পড়ে রাজধানী এক্সপ্রেস৷ সঙ্গে সঙ্গেই ঘটনার কথা পিয়ারডোবা স্টেশনে জানান ট্রেনের চালক এবং গার্ড৷
এই ঘটনার পরই সতর্কতা হিসেবে সাময়িক ভাবে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ৷ রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় রেল পুলিশের কুকুর সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। সোমবার সকালেও ফের ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। যেহেতু জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের ডাকা বন্ধের দিনে এ ধরনের ঘটনা ঘটেছে তাই কোথাও ফাঁকফোকর রাখতে চাইছে না রেল আধিকারিকরা।
advertisement
advertisement
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি একটি ফরেন্সিক টিমও ঘটনাস্থলে আসছে বলে রেল সুত্রে খবর।
এই ঘটনায় বড়সড় কোনও ক্ষতি না হলেও বিষয়টিকে হাল্কা ভাবে নিচ্ছে না রেল৷ পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে৷ জঙ্গলমহলের রেল পথের অন্যত্র যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে রেল৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jangalmahal Rail Track Explosion: রেল লাইনে হঠাৎ বিকট শব্দ, শিলাই হল্টের কাছে থমকে দাঁড়াল রাজধানী এক্সপ্রেস! জঙ্গলমহলে ফিরে এল পুরনো আতঙ্ক?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement