Huge Sweets: খয়েরি, লম্বা, বিশালাকার, কিন্তু খেতে জবরদস্ত, ৩০০০ টাকা ফেলতেও ক্রেতারা পিছপা নন, দেবদাস স্মৃতি মেলায় সুপারহিট মিষ্টি

Last Updated:

Huge Sweets: বর্ধমানের এই মেলায় বিক্রি হচ্ছে ৩০০০ টাকা দামের মিষ্টি, শুনতে অবাক লাগলেও আদতে এটাই সত্যি।

+
মিষ্টি 

মিষ্টি 

কালনা: মেলায় বিক্রি হচ্ছে ৩০০০ টাকা দামের মিষ্টি। শুনতে অবাক লাগলেও আদতে এটাই সত্যি। পূর্ব বর্ধমান জেলার কালনার ধাত্রি গ্রামের হাতিপোতায় চলছে মেলা। সকলের কাছে এই মেলা ‘দেবদাস স্মৃতি মেলা’ নামেই পরিচিত। এই মেলাতেই মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন মিষ্টি বিক্রেতারা। সারিবদ্ধ ভাবে বিভিন্ন দোকানে, গামলার মধ্যে মিষ্টি সাজিয়ে চলছে দেদার কেনাবেচা। উদ্যোক্তাদের কথায় ২৫ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
আগে এই মেলার জৌলুস কম থাকলেও, বিগত বেশ কয়েক বছর ধরে জাঁকজমক ভাবে চলছে এই মেলা। এই মেলার মূল আকর্ষণই হল বিশালাকার মিষ্টি। এই প্রসঙ্গে মিষ্টি ব্যবসায়ী আবু সালাম বলেন, ‘২০০০ টাকা দামের মিষ্টি আসলে ছানা, অল্প ময়দা এবং সামান্য আমুল দুধ দিয়ে তৈরি করা হয়। যেহেতু দামি মিষ্টি তাই অনেক সাবধানে তৈরি করতে হয়। প্রায় ৩ কেজি ছানা এবং ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগে একটা দামি মিষ্টি তৈরি করতে।’
advertisement
advertisement
কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি বিজড়িত ‘দেবদাস স্মৃতি মেলা’র উদ্বোধন হয় বুধবার সন্ধ্যায়। জানা যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে উল্লেখিত, পার্বতী ওরফে পারোর শ্বশুরবাড়ি ছিল এই হাতিপোতা গ্রামে। আর সেই উপলক্ষে এই গ্রামে বিগত ২৫ বছর ধরে হয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে দেবদাস স্মৃতি মেলা।
advertisement
মেলা উদ্যোক্তাদের তরফ থেকে রেজাউল ইসলাম মোল্লা বলেন, শরৎচন্দ্রের উপন্যাস থেকে দেবদাস নামক যে সিনেমা তৈরি হয়েছিল সেটা এই গ্রামকে ঘিরেই তৈরি হয়েছিল। সেই কারণে ২৫ বছর ধরে গ্রামবাসীদের উদ্যোগে এই মেলা চলছে।
বিশালাকার মিষ্টি দেখতে জেলা ছাড়িয়ে ভিন জেলা থেকেও অনেকে আসেন। তবে শুধু যে দেখতে আসেন তা কিন্তু নয়। অনেকেই মিষ্টি কিনে খান আবার বাড়ির জন্যও নিয়ে যান। এই মেলায় মিষ্টি বিক্রিও ভালই হয়। পাঁচদিনের মেলায় সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার মিষ্টি বিক্রি হয়। চলতি সপ্তাহের রবিবার অবধি এই মেলা চলবে।
advertisement
Banowarilal Chowdhary
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Huge Sweets: খয়েরি, লম্বা, বিশালাকার, কিন্তু খেতে জবরদস্ত, ৩০০০ টাকা ফেলতেও ক্রেতারা পিছপা নন, দেবদাস স্মৃতি মেলায় সুপারহিট মিষ্টি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement